বিশ্বসংবাদ বিশ্লেষণ
“ইয়েমেন: আমরা লোহিত সাগরে একটি ইসরায়েলি তেলবাহী জাহাজকে লক্ষ্যবস্তু করেছি
ডক্টর মুহাম্মাদ ফারুক হুসাইন | প্রকাশ ১ সেপ্টেম্বর ২০২৫

ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র লোহিত সাগরে একটি ইসরায়েলি তেলবাহী জাহাজের বিরুদ্ধে সফল অভিযানের খবর জানিয়েছেন।
তেসনিম আন্তর্জাতিক সংবাদ সংস্থার প্রতিবেদনের বরাত দিয়ে জানানো হয়েছে, ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহইয়া সর্রাইয়ী ঘোষণা করেছেন যে, দেশটির নৌবাহিনী লোহিত সাগরের উত্তরে ইসরায়েলি তেলবাহী জাহাজ “SCARLET RAY”-কে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে লক্ষ্যবস্তু করেছে।
মুখপাত্র আরও জানান, “নৌ অভিযান আল্লাহর কৃপায় সফলভাবে সম্পন্ন হয়েছে এবং ক্ষেপণাস্ত্রটি সরাসরি ইসরায়েলি জাহাজে আঘাত হানেছে।”
তিনি যোগ করেন, “ইয়েমেনের সশস্ত্র বাহিনী ফিলিস্তিনের জনগণের সহায়তার লক্ষ্যে ইসরায়েলি জাহাজ বা সেই জাহাজগুলোর গতিবিধি, যা ফিলিস্তিনের বন্দরে যাচ্ছিল, তা অবরোধ করার কার্যক্রম অব্যাহত রাখবে।”