বিশ্ব

মুসলিম দেশগুলোর বিভাজন ইসরায়েলের স্বার্থ রক্ষা করে: প্রেসিডেন্ট পেজেশকিয়ান

রাসেল আহমেদ | প্রকাশ: ২৫ আগস্ট, ২০২৫

মিডিয়া মিহির: ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সতর্ক করে বলেছেন, মুসলিম দেশগুলোর ভেতরে বা পারস্পরিক বিভাজন সৃষ্টি করা মানে সরাসরি ইসরায়েলের স্বার্থ রক্ষা করা। তিনি জোর দিয়ে বলেন, জাতীয় ও আঞ্চলিক সংহতিই শত্রুর ষড়যন্ত্র প্রতিহত করার একমাত্র কার্যকর পথ।

ইসলামী বিপ্লবের প্রতিষ্ঠাতা ইমাম খোমেনি (রহ.)-এর মাজার জিয়ারতের সময় সোমবার পেজেশকিয়ান বলেন, দেশের ভেতরে ঐক্য এবং মুসলিম দেশগুলোর মধ্যে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কই শত্রুর আগ্রাসন ও হুমকির বিরুদ্ধে সবচেয়ে বড় সুরক্ষা। তাঁর মতে, বিভাজন সৃষ্টি আসলে ইসরায়েলের হাতকে আরও শক্তিশালী করে।

ইরানি প্রেসিডেন্ট অভিযোগ করেন, ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানিদের মধ্যে বিভেদ সৃষ্টির পাশাপাশি মুসলিম দেশগুলোকে একে অপরের বিপক্ষে দাঁড় করাতে চায়। তিনি জোর দিয়ে বলেন, “আমরা বিভক্ত হতে পারি না। প্রতিবেশীদের সঙ্গে বৈরিতা বা রূঢ় আচরণ করার পরিবর্তে তাদেরকে ভাই হিসেবে দেখতে হবে।”

তিনি আরও বলেন, আজ মুসলিম দেশগুলোর মধ্যে যে বিরোধ ও বিভাজন বিদ্যমান, তা ঔপনিবেশিক শক্তি ও ক্ষমতালোভী গোষ্ঠীর সৃষ্টি। তাই মুসলমানদের অবশ্যই ঐক্যবদ্ধ হয়ে শত্রুর মোকাবিলা করতে হবে এবং যেকোনো বিভাজন প্রচেষ্টা প্রতিহত করতে হবে। পেজেশকিয়ান স্পষ্ট করে দেন, যদি মুসলিম জাতিগুলো ঐক্যবদ্ধ থাকে তবে শত্রু কখনো তাদের অবজ্ঞার চোখে দেখতে সাহস পাবে না। তিনি আহ্বান জানান, জনগণের সেবায় নিবেদিত থেকে সমস্যার সমাধানে কাজ করতে হবে এবং মুসলিম প্রতিবেশীদের সঙ্গে ভ্রাতৃত্ব ও সংহতি প্রতিদিন আরও শক্তিশালী করতে হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button