মারা গেছেন পোপ ফ্রান্সিস
বিশ্বের ক্যাথলিক খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মীয় নেতা পোপ ফ্রান্সিস গতকাল (সোমবার) সকালে ৮৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। এপি’র প্রতিবেদন অনুযায়ী, স্থানীয় সময় সকাল ৭টা ৩৫ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
বিবিসির খবরে বলা হয়, পোপ ফ্রান্সিস ছিলেন ৭৪১ সালের পর প্রথম নন-ইউরোপীয় পোপ। সিরীয় বংশোদ্ভূত তৃতীয় গ্রেগরির পর থেকে রোমে কোনো অ-ইউরোপীয় পোপ আসেননি। তিনি ক্যাথলিক চার্চে সংস্কার প্রক্রিয়া অব্যাহত রাখলেও তার জনপ্রিয়তা সর্বত্র অটুট ছিল।
প্রায় ৬০০ বছরের মধ্যে স্বেচ্ছায় পদত্যাগ করা প্রথম পোপ ষোড়শ বেনেডিক্ট ছিলেন ফ্রান্সিসের পূর্বসূরি। প্রায় এক দশক তারা একসাথে ভ্যাটিকান উদ্যানে অবস্থান করেছিলেন। ২০১৩ সালে ষোড়শ বেনেডিক্টের অবসরের পর পোপ নির্বাচিত হন ফ্রান্সিস, তখন তার বয়স ছিল সত্তরের কোটা।
মিডিয়া মিহির/বিশ্ব