কোন সম্প্রদায়ের মানুষ সবচেয়ে বেশি ইসলাম গ্রহণ করেছে?
ইমাম আলী (আ.) বলেছেন,
وَ اعلَموا اَنَّ هذَالقُرآنَ هُوَ النّاصِحُ الَّذی لا یَغُشُّ وَالهادِی الَّذی لایُضِلُّ وَالمُحَدِّثُ اَّلذی لایَکذِبُ
আর তোমরা জেনে রাখ যে এই কুরআন হচ্ছে এমন এক উপদেশ দাতা যে বিশ্বাসঘাতকতা (ও প্রতারণা) করে না , এমন এক পথপ্রদর্শক যে বিচ্যুত ও গোমরাহ করে না এবং এমন এক কথোপকথনকারী (ও বক্তা) যে মিথ্যা কথা বলে না। (দ্রঃ নাহজুল বালাগাহ্,খুতবা নং ১৭৬)
আল্লাহ সুবহানাহু ওয়া তাআ’লা কুরআনের ১২১ পৃষ্ঠায় (সুরা মায়েদা) আবারও ইহুদি ও খ্রিস্টানদের মুশরিকি (শির্কপূর্ণ) আচরণের প্রতি ইঙ্গিত করে বলেন, “তোমাদের পূর্বে যারা পথভ্রষ্ট হয়েছিল, তাদের অনুসরণ করো না।” এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআ’লা তাদের পাপ, পথভ্রষ্টতা ও গোমরাহীর তিনটি পর্যায়ের কথা উল্লেখ করে বলেন, “প্রথমত তারা নিজেরা পথভ্রষ্ট হয়েছিল, তারপর অন্যকে পথভ্রষ্ট করেছিল এবং তৃতীয় পর্যায়ে (তাদের) পাপের পুনরাবৃত্তি ও পাপে মত্ত থাকা -যা তাদের চিরন্তন (দীর্ঘস্থায়ী) পাপের দিকে তাড়িত করে এবং তা থেকে বেরিয়ে আসা কঠিন হয়ে পড়ে।
মক্কার ইহুদিরা একদিকে কাফেরদের সাথে বন্ধুত্ব করত এবং নবী করীম (সা.)-এর বিরুদ্ধে ঐক্যবদ্ধ হত। ইসলামের সেই প্রাথমিক যুগ থেকে এখন পর্যন্ত মুসলমানদের অনেক সমস্যাই ইহুদিদের দ্বারা সৃষ্ট হয়েছে। যে সম্প্রদায়ের মানুষ সবচেয়ে বেশি ইসলাম ধর্ম গ্রহণ করেছে, তাদের বেশিরভাগই হল খ্রিস্টান। ইহুদিরা যেহেতু নিজেদেরকে শ্রেষ্ঠ জাতি মনে করে, তাই তাদের অল্প সংখ্যকই ইসলামের পথে এসেছে।
-মিডিয়া মিহির/ধর্ম ও বিশ্বাস/রাসেল আহমেদ