ধর্ম ও বিশ্বাস

শিয়াদের নাম ভাঙিয়ে সুন্নিদের সম্মানিত কারো অবমাননা করবেন না: ইরানের সর্বোচ্চ নেতা

সুন্নি মাজহাবের সম্মানিত ব্যক্তিত্বদের অবমাননা না করতে আবারও আহ্বান জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ি।

তিনি বলেছেন, এ ধরনের তৎপরতা ইমামত বা আহলে বাইতের প্রতি বিশ্বাসের ভিত্তি ও যুক্তি অন্যদের কাছে তুলে ধরার পথে বাধা হিসেবে কাজ করে। আজ (মঙ্গলবার) পবিত্র ঈদে গাদির উপলক্ষে বিভিন্ন শ্রেণী-পেশার হাজার হাজার মানুষের এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

ইরানের সর্বোচ্চ নেতা বলেন, শিয়া মাজহাবের একটি নকল সংস্করণ তৈরি করে এর নামে ইসলাম ধর্মের অন্য মাজহাবের লোকদের মাঝে সাম্প্রদায়িকতা উসকে দেয়া হচ্ছে। আর এর ফলে দায়েশ (আইএসআইএল) ও আন-নুসরার মতো ঘৃণ্য গোষ্ঠী সৃষ্টি হচ্ছে এবং এসব গোষ্ঠী হচ্ছে আমেরিকা ও ব্রিটিশ গোয়েন্দা সংস্থাগুলোর সেবাদাস। শিয়া মাজহাবের ভ্রান্ত সংস্করণকে ব্রিটিশ সংস্করণ হিসেবেও উল্লেখ করেন সর্বোচ্চ নেতা।

ইসলাম বিরোধীদের নানা ষড়যন্ত্র প্রসঙ্গে তিনি বলেন, ইরানের শত্রুদের মূল লক্ষ্য হচ্ছে অর্থনৈতিক ক্ষেত্রে সমস্যা সৃষ্টির মাধ্যমে জনগণের মাঝে অসন্তোষ ছড়িয়ে দেয়া এবং ইসলামি সরকার ব্যবস্থার প্রতি অনাস্থার পরিবেশ সৃষ্টি করা।

তবে ইরানের জনগণ বিশেষকরে তরুণ সমাজ আমেরিকা ও ইহুদিবাদী ইসরাইলসহ সব শত্রুর ষড়যন্ত্র নস্যাৎ করতে সক্ষম বলে তিনি ঘোষণা করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button