সুইডেনে প্রকাশ্যে কুরআন অবমাননাকারীকে গুলি করে হত্যা
২০২৩ সালে প্রকাশ্যে পবিত্র কুরআন পুড়িয়ে মুসলিম বিশ্বের ক্ষোভের সৃষ্টি করা সালওয়ান মোমিকাকে সুইডেনে গুলি করে হত্যা করা হয়েছে।
গত বুধবার (২৯ জানুয়ারি) স্টকহোমের একটি অ্যাপার্টমেন্টে ৩৮ বছর বয়সী ইরাকি শরণার্থী সালওয়ান মোমিকাকে গুলি করে হত্যা করা হয়।
সুইডিশ পুলিশ জানিয়েছে, হত্যাকান্ডে জাড়িত সন্দেহ পাঁচ জনকে আটক করা হয়েছে। তবে আকটকৃত ব্যক্তিদের মধ্যে হামলাকারী আছে কি না, সে বিষয়ে এখনো কোনো কিছু জানানো হয়নি।
কুরআন পোড়ানোর বিচারের পর রায় পাওয়ার মাত্র কয়েক ঘন্টা আগে তাকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে ইউরোপীয় বিভিন্ন গণমাধ্যম।
গুলিবিদ্ধ হওয়ার সময় সালওয়ান মোমিকা টিকটকে লাইভ স্ট্রিমিং করছিলেন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, একজন পুলিশ ফোনটি তুলে নিয়ে লাইভস্ট্রিম শেষ করছেন।
২০২৩ সালে পবিত্র কুরআন পুড়িয়ে মোমিকা বিশ্বব্যাপী মুসলিমদের রোষানলে পড়ে। বিশেষভাবে মুসলিম দেশগুলো এ ঘটনার আনুষ্ঠানিক নিন্দা জানায়। এছাড়া কোথাও কোথাও সংঘর্ষের ঘটনাও ঘটেছে। তা সত্বেও সালওয়ান মোমিকা ও তার কিছু সহযোগী পবিত্র কুরআন পোড়ানো অব্যাহত রাখে।