শিশুদের জন্য স্রষ্টা-পরিচিতি | কেউ যদি শয়তানের ধোঁকায় পড়ে, আল্লাহ কি তাকে ক্ষমা করেন?
রাসেল আহমেদ | প্রকাশ: ১৮ ডিসেম্বর, ২০২৫

মিডিয়া মিহির: কখনও কখনও শিশুরাও ভুল করে। ভুল করা মানুষের স্বাভাবিক বিষয়, বিশেষ করে শিশুদের ক্ষেত্রে। কিন্তু দয়ালু আল্লাহ সবসময় অপেক্ষা করেন—শুধু একটি ছোট্ট “মাফ চাই” বললেই তিনি আবার আমাদের স্নেহের সাথে বুকে টেনে নেন এবং আমাদের ভালোবাসেন।
শিশুদের যখন আল্লাহ সম্পর্কে প্রশ্ন আসে, তখন সরাসরি উত্তর দেওয়ার আগে তাদের কথা মন দিয়ে শোনা, বোঝা এবং ভালোবাসার সঙ্গে কথা বলার পরিবেশ তৈরি করা খুব জরুরি। কারণ শিশুদের প্রশ্ন অনেক সময় খুব সহজ হলেও তার ভেতরে গভীর ভাবনা লুকিয়ে থাকে। এই লেখাটি নেওয়া হয়েছে হুজ্জাতুল ইসলাম গোলামরেজা হায়দারি আবরির লেখা বই “শিশুদের জন্য কুরআনভিত্তিক স্রষ্টাচিন্তা” থেকে। এই বইটিতে এমন সব প্রশ্ন রয়েছে, যা শিশুদের মনে আল্লাহ সম্পর্কে ভালো চিন্তা তৈরি করে এবং তাদের বিশ্বাসকে সুন্দরভাবে গড়ে তুলতে সাহায্য করে।
কখনও কখনও আমি বা অন্য কোনো শিশু ভুল কাজ করে ফেলি। আবার কখনও শয়তান চুপিচুপি আমাদের মনে খারাপ চিন্তা ঢুকিয়ে দেয়। সে খুব আস্তে আস্তে ফিসফিস করে বলে, আর আমরা বুঝে ওঠার আগেই তার কথায় রাজি হয়ে যাই। তখন আমাদের মন খারাপ হয়ে যায়, বুকের ভেতর কেমন কষ্ট লাগে, আর আমরা নিজের সঙ্গে নিজে ভাবি— “আল্লাহ কি তাহলে আর আমাকে ভালোবাসেন না?” এই প্রশ্নটা অনেক শিশুর মনেই আসে।
কিন্তু না—এমনটা কখনও হয় না। আল্লাহ খুব, খুব দয়ালু। তিনি আমাদের সবার চেয়ে বেশি ভালোবাসেন।
আল্লাহ নিজেই কুরআনে বলেছেন—যদি তাঁর বান্দারা ভুল করার পর সত্যি সত্যি মন থেকে দুঃখ পায় এবং অনুতপ্ত হয়, তাহলে তিনি তাদের ক্ষমা করে দেন। আল্লাহ চান না আমরা ভুল করে ভয়ে দূরে সরে যাই; তিনি চান আমরা আবার তাঁর কাছে ফিরে আসি।
আমাদের আহলে বাইতের (আ.) প্রিয় ইমামরাও বলেছেন— যে ব্যক্তি তওবা করে, সে এমন হয়ে যায় যেন সে কখনও কোনো ভুলই করেনি। অর্থাৎ আল্লাহ আমাদের পুরোনো ভুলগুলো মুছে দেন।
আল্লাহ এতটাই দয়ালু যে আমরা যদি মন থেকে, সত্যি সত্যি বলি— “হে আল্লাহ, আমাকে মাফ করো, আমি ভুল করেছি,” তাহলেই তিনি আমাদের ক্ষমা করে দেন। আল্লাহ আমাদের কথা শুনতে ভালোবাসেন এবং আমাদের মনের ভাষা বোঝেন।
আল্লাহ চান তাঁর প্রিয় শিশু বান্দারা আবার তাঁর দিকে ফিরে আসুক। আমরা যখন আল্লাহর কাছে ফিরে যাই, তখন তিনি খুব খুশি হন। ঠিক যেমন মা–বাবা সন্তানের ফিরে আসায় আনন্দ পান।
শয়তানই চায় আমরা হতাশ হয়ে পড়ি এবং মনে করি— “এখন আর কোনো লাভ নেই, আল্লাহ আর আমাকে ক্ষমা করবেন না।” কিন্তু এটাই শয়তানের সবচেয়ে বড় মিথ্যা ধোঁকা।
শয়তান কখনও চায় না আমরা দয়ালু আল্লাহর সঙ্গে ভালো বন্ধু হই। সে চায় আমরা মন খারাপ করি, ভয় পাই এবং আল্লাহ থেকে দূরে চলে যাই। তাই সে আমাদের মনে খারাপ কথা ঢুকিয়ে আমাদের দুঃখী ও হতাশ করতে চেষ্টা করে।
যদি কখনও আমরা ভুল করি, তাহলে ভয় পাওয়ার কোনো দরকার নেই। আল্লাহ আমাদের ওপর রাগ করে দূরে সরিয়ে দেন না। শুধু মনে মনে দৃঢ়ভাবে ঠিক করতে হবে—আমরা আর সেই খারাপ কাজটি করব না এবং ভালো হওয়ার চেষ্টা করব।
আল্লাহ একটি ভুলের জন্য আমাদের শাস্তি দেন না।
তাঁর দয়ার দরজা সবসময় খোলা থাকে—দিনে, রাতে, সব সময়।
আমরা যদি শান্তভাবে, ভয় না পেয়ে বলি— “হে আল্লাহ, আমাকে মাফ করো,” তাহলে আল্লাহ খুশি হন, আমাদের দিকে দয়া নিয়ে তাকান, যেন হাসছেন, আর আমাদের ক্ষমা করে দেন।



