জীবনযাপনধর্ম ও বিশ্বাসবিশেষ সংবাদবিশ্ব

মুমিন ও কাফির পার্থক্যের প্রকৃত মানদণ্ড

ডক্টর মুহাম্মাদ ফারুক হুসাইন। প্রকাশ: ১ নভেম্বর ২০২৫

মিডিয়া মিহির: একজন প্রকৃত মুমিন কখনোই তার জীবনের মুহূর্তগুলো বৃথা কাজে ব্যয় করে না। কারণ সময় হলো চলমান মেঘের মতো—একবার চলে গেলে আর ফিরে আসে না। প্রতিটি ক্ষণই আল্লাহর দিকে ফিরে যাওয়ার যাত্রার প্রস্তুতি; আর এ সুযোগই মুমিনকে কাফির থেকে পৃথক করে দেয়।

মুমিন ব্যক্তি জানে—জীবন ক্ষণস্থায়ী, আর প্রতিটি নিঃশ্বাসই আল্লাহর পথে অগ্রযাত্রার পাথেয় হতে পারে।
ইমাম আলী (আ.) নাহজুল বালাগা-তে সময়ের মূল্য সম্পর্কে গভীরভাবে সতর্ক করেছেন—

الْفُرْصَةُ تَمُرُّ مَرَّ السَّحَابِ، فَانْتَهِزُوا فُرَصَ الْخَیْرِ

সুযোগগুলো মেঘের মতো দ্রুত চলে যায়; সুতরাং সৎকর্মের সুযোগ যখন আসে, তা হাতছাড়া করো না।

সময়—মুমিন ও কাফিরের পার্থক্যের মানদণ্ড

ইসলামের শিক্ষায় সময় ও সুযোগের সদ্ব্যবহারকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে। আলস্য, বিলম্ব ও অর্থহীন কাজে সময় নষ্ট করাকে বিশ্বাসের পরিপন্থী ধরা হয়।

ইমাম হাসান মুজতবা (আ.)-এর একটি উক্তিতে এমনকি সময় ব্যবহারের ধরনকেই মুমিন ও কাফিরের মধ্যে পার্থক্যের মানদণ্ড বলা হয়েছে—

یَا اِبْنَ آدَمَ، إِنَّکَ لَمْ تَزَلْ فِی هَدْمِ عُمُرِکَ مُنْذُ سَقَطْتَ مِنْ بَطْنِ أُمِّکَ، فَخُذْ مِمَّا فِی یَدَیْکَ لِمَا بَیْنَ یَدَیْکَ، فَإِنَّ الْمُؤْمِنَ یَتَزَوَّدُ وَالْکَافِرَ یَتَمَتَّعُ.

হে আদমসন্তান! তুমি জন্মের প্রথম মুহূর্ত থেকেই তোমার জীবনভবনকে ভাঙতে শুরু করেছো। তাই আজ তোমার হাতে যা আছে, তা দিয়ে পরকালের জন্য প্রস্তুতি নাও; কারণ মুমিন ভবিষ্যতের জন্য পাথেয় সংগ্রহ করে, আর কাফির কেবল ভোগে মগ্ন থাকে।

কুরআনের দৃষ্টিতে মুমিনের বৈশিষ্ট্য

কুরআন মজিদে মুমিনদের পরিচয় দিতে গিয়ে বলা হয়েছে—

وَالَّذِینَ هُمْ عَنِ اللَّغْوِ مُعْرِضُونَ.

আর তারা—যারা অর্থহীন ও নিরর্থক কাজ থেকে বিরত থাকে।”

অতএব, প্রকৃত বিশ্বাসী কখনোই তার জীবনকে অর্থহীন কাজে নষ্ট করে না। কারণ সময়ের প্রতিটি ক্ষণই এক অনন্য পুঁজি, যা আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য ব্যবহার করতে হয়। সে জানে—“সুযোগের মেঘ” একবার চলে গেলে আর ফিরে আসে না, আর আমাদের প্রত্যাবর্তন অবশ্যম্ভাবীভাবে আল্লাহর কাছেই।

একটি শাশ্বত স্মরণিকা

মরো না হেলায়, সময় অমূল্য ধন, মুহূর্তেই ফুরোয় জীবনের জীবন। সময় এক তলোয়ার—যদি তুমি না কাটাও, সে-ই তোমাকে কেটে দেবে।

পদ্যটিকা:

১.নাহজুল বালাগা, হিকমত ২১।
২.বিহারুল আনওয়ার, খণ্ড ৭৫, পৃষ্ঠা ১১২।
৩.সূরা মু’মিনূন, আয়াত ৩।
৪. اَلْوَقْتُ سَیْفٌ فَإِنْ قَطَعْتَهُ وَ إِلاَّ قَطَعَکَ  সময় তলোয়ারের মতো; যদি তুমি তাকে না কাটাও, সে-ই তোমাকে কেটে ফেলবে।” — মনিয়াতুল মুরীদ, খণ্ড ১, পৃষ্ঠা ২৩১।
৫.সা’দী, বুস্তান।

আরও পড়ুন

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button