মুমিনের জন্য দোয়া যেমন জরুরি, তেমনি তাদের সাহায্য করাও জরুরি: আয়াতুল্লাহ জাওয়াদি আমুলি
রাসেল আহমেদ | প্রকাশ: ২২ সেপ্টেম্বর, ২০২৫

মিডিয়া মিহির: ইরানের বিশিষ্ট আলেমে দ্বীন ও মারজায়ে তাকলীদ হযরত আয়াতুল্লাহ জাওয়াদি আমুলি (আল্লাহ তাঁকে হেফাজত করুন) এক মূল্যবান বক্তব্যে বলেন, রাতের নামাজে চল্লিশ মুমিনের জন্য দোয়া করার পাশাপাশি দিনের বেলায় তাদের প্রয়োজন মেটানো ও সাহায্যে এগিয়ে আসাও অপরিহার্য।
আয়াতুল্লাহ জাওয়াদি আমুলি বলেন, “যখন বলা হয়েছে রাতগুলোতে চল্লিশ মুমিনের জন্য দোয়া করো, এর মানে হলো দিনে চল্লিশ মুমিনের কাজও সম্পন্ন করে দাও।”
দোয়ার পাশাপাশি সেবার নির্দেশনা
তিনি ব্যাখ্যা করেন, মহান আল্লাহ তাআলা তাহাজ্জুদের নামাজে চল্লিশ মুমিনের জন্য দোয়ার নির্দেশ দিয়েছেন। একইভাবে দিনের বেলাতেও মুমিনদের সমস্যার সমাধান করা এবং তাদের সাহায্যে এগিয়ে আসা উচিত।
আয়াতুল্লাহ জাওয়াদি আমুলি জোর দিয়ে বলেন, “মুস্তাহাব আমলগুলোর মধ্যে অন্যতম শ্রেষ্ঠ কাজ হলো মুমিনদের সাহায্য করা, মানুষের পাশে দাঁড়ানো এবং অসহায়দের সহায়তা করা।”
সাহায্যের প্রকৃত অর্থ
তিনি বলেন, প্রকৃত সাহায্য বা দান সেটিই যা কোনো প্রকৃত প্রয়োজন পূরণ করে।
“অর্থাৎ যার যে জিনিসের ঘাটতি রয়েছে সেটি পূরণ করাই প্রকৃত দান। যদি দান বা সাহায্য প্রয়োজন পূরণে কাজে না লাগে, তবে তা প্রকৃত দান বা সাহায্যের অন্তর্ভুক্ত নয়।”
শেষে তিনি দোয়া করেন, “আল্লাহ সুবহানাহু ওয়াতাআ’লা আমাদের তৌফিক দান করুন যাতে আমরা দোয়ার পাশাপাশি বাস্তব জীবনে একে অপরের সাহায্যে এগিয়ে আসতে পারি।”