মধ্যস্থতাকারীদের ইসরায়েলকে যুদ্ধবিরতির শর্ত মানতে বাধ্য করতে হবে: হামাস
রাসেল আহমেদ | প্রকাশ: ১৫ অক্টোবর, ২০২৫
মিডিয়া মিহির: ফিলিস্তিনি ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের মুখপাত্র হাযেম কাসেম মধ্যস্থতাকারী দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন, যেন তারা ইসরায়েলি দখলদার শাসনকে যুদ্ধবিরতি চুক্তির শর্তাবলি পূরণে বাধ্য করে।
হামাস মুখপাত্র বলেন, “আমরা যুদ্ধবিরতি চুক্তির বাস্তবায়ন নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। বিশেষত, চুক্তির সেই ধারাগুলোর বিষয়ে আমরা অনুসরণ করছি, যেখানে জায়নিস্ট বন্দিদের মরদেহ হামাসের সামরিক শাখা আল-কাসেম ব্রিগেডের কাছে হস্তান্তরের কথা বলা হয়েছে।”
তিনি অভিযোগ করেন যে, ইসরায়েলি শাসন প্রকাশ্যেই যুদ্ধবিরতি চুক্তির শর্ত লঙ্ঘন করছে। চুক্তিতে গাজায় যুদ্ধ কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ রাখার কথা থাকলেও, ইসরায়েলি বাহিনী যুদ্ধবিরতির ঘোষণা উপেক্ষা করে গাজার শুজাইয়া এলাকা ও রাফাহ সীমান্ত অঞ্চলে হামলা চালিয়েছে এবং সেখানে আরও কয়েকজন নিরীহ ফিলিস্তিনিকে হত্যা করেছে।
হাযেম কাসেম জোর দিয়ে বলেন, “মধ্যস্থতাকারী পক্ষগুলোকে এখনই পদক্ষেপ নিতে হবে। তাদের উচিত তেল আবিবকে বাধ্য করা, যাতে তারা যুদ্ধবিরতি চুক্তির সব শর্ত যথাযথভাবে বাস্তবায়ন করে এবং নিরপরাধ ফিলিস্তিনিদের ওপর আগ্রাসন বন্ধ করে।”
তিনি আরও বলেন, ইসরায়েলি বাহিনীর চলমান গোলাবর্ষণ গাজার নিরস্ত্র জনগণের ওপর ভয়াবহ মানবিক সংকট সৃষ্টি করছে। যুদ্ধবিরতির ঘোষণার পরও ইসরায়েলি আর্টিলারি হামলা অব্যাহত রয়েছে, যা স্পষ্টভাবে যুদ্ধবিরতির বিধান লঙ্ঘন।
হামাস মুখপাত্র আন্তর্জাতিক সম্প্রদায় ও মানবাধিকার সংস্থাগুলোর প্রতি আহ্বান জানান, তারা যেন ইসরায়েলি আগ্রাসন বন্ধে কার্যকর ভূমিকা নেয় এবং ফিলিস্তিনি জনগণের নিরাপত্তা ও মৌলিক মানবাধিকার রক্ষায় দৃঢ় অবস্থান গ্রহণ করে।



