বিশ্বধর্ম ও বিশ্বাসবিশেষ সংবাদ

বেলায়াতহীন জ্ঞান হল চুরি, প্রকৃত প্রজ্ঞা নয়

ডক্টর মুহাম্মাদ ফারুক হুসাইন। প্রকাশ: ৪ ডিসেম্বর ২০২৫

মিডিয়া মিহির: আধ্যাত্মিক জ্ঞানের সত্যিকার পথ একটিই—তাওহীদের গভীরতম আলোতে স্নাত, আলী ইবনে আবি তালিব (আ.)-এর মহিমান্বিত বেলায়েত। আয়াতুল্লাহিল উজমা জাওয়াদি আমুলী তাঁর নৈতিক দর্শনের এক হৃদয়স্পর্শী আলোচনায় লিখেছেন—

লা ইলাহা ইল্লাল্লাহ’ এবং আলী ইবনে আবি তালিবের বেলায়েত—দুটি কখনো পৃথক কোনো সত্য নয়; বরং একই পরম সত্তার দুই উজ্জ্বল প্রতিফলন। যে জ্ঞান এই পবিত্র পথের বাইরে অর্জিত হয়, সে জ্ঞান বরকতশূন্য; মানুষকেও সমৃদ্ধ করে না, বিশ্বকেও উপকার দেয় না।

তিনি আরও ব্যাখ্যা করেন— তাওহীদ ও বেলায়েত মিলে নির্মাণ করে এক অভেদ্য আধ্যাত্মিক দুর্গ। এই দুর্গের সর্বোচ্চ প্রহরী স্বয়ং আল্লাহ তা‘আলা, আর এর দ্বাররক্ষক আলী (আ.) ও তাঁর পরম পবিত্র বংশধরগণ। যখন রাসূলুল্লাহ (সা.) ঘোষণা করলেন—
«كَلِمَةُ لَا إِلَٰهَ إِلَّا اللَّهُ حِصْنِي»
—লা ইলাহা ইল্লাল্লাহ আমার দুর্গ”,
তখনই তার অন্তর্নিহিত সত্য উন্মোচিত হলো—
«وَلَايَةُ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ حِصْنِي»
—আলী ইবনে আবি তালিবের বেলায়েত ও আমার দুর্গ। মূলত, এ দুটি কখনো আলাদা ছিল না—একই সত্যের দুই দিগন্ত, একই আলোয়ের দুই রূপ। কখনও জ্ঞান কেবল তত্ত্বে সীমাবদ্ধ থাকে, কর্মে তার প্রতিফলন ঘটে না— তখন জ্ঞান থাকে, কিন্তু ফল হয় বিপর্যয়। প্রিয় নবী (সা.) কী অপূর্ব কথা বলে গেছেন—

«أَنَا مَدِينَةُ الْعِلْمِ وَعَلِيٌّ بَابُهَا» আমি জ্ঞানের নগরী, আর আলী তার দরজা। যে ব্যক্তি দরজা এড়িয়ে দেয়াল টপকে কিছু শব্দ শিখে নেয়, সে জ্ঞান লাভ করে বটে, কিন্তু তা চুরি করা জ্ঞান— এ জ্ঞানে নেই বরকত, নেই কোনো সমস্যার সত্য সমাধানের ক্ষমতা। আয়াতুল্লাহ আমুলী আরও বলেন— যে আমাদের পথ ত্যাগ করে অন্য পথে যায়, সে কিছু শিক্ষা অর্জন করতে পারে, কিন্তু তা চুরি করা শিক্ষা— এ জ্ঞান না মানুষের কল্যাণ আনে, না বিশ্বকে পরিবর্তন করে। কেউ হয়তো নামেমাত্র শিয়া,
কিন্তু আচরণে, চরিত্রে ও গুণে শিয়ার ছোঁয়া নেই; সে কিছু শব্দ মুখস্থ করতে পারে,
কিন্তু সত্যিকারের পথের দ্বারে সে এখনো প্রবেশ করেনি। আমাদের পথ হলো—
বিশ্বাসের সঙ্গে সঙ্গে আহলে বাইতের (আ.) নির্দেশে পূর্ণ আনুগত্য। কেউ মুফাসসির হতে পারে, হতে পারে ফকিহ, হতে পারে দার্শনিক, বই-গ্রন্থও রচনা করতে পারে— কিন্তু তার জ্ঞান যদি বেলায়াতের আলো থেকে জন্ম না নেয়,
তবে সেই জ্ঞানের পরিণতিও ভিন্ন; কারণ যে জ্ঞান বেলায়াতের পথে আসে না,
তা তার নিজের জ্ঞান নয়। আর যে জ্ঞান নিজের নয়— সে কখনো মানুষকে রক্ষা করে না।

উৎস: আয়াতুল্লাহ জাওয়াদি আমুলী (হা.ফা.) সূরা মুবারকা আত-তূর-এর তাফসীরী ও নৈতিক পাঠ ,তারিখ: ১২/১১/১৩৯৫ হিজরি শামসী।

আরও পড়ুন 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button