বিশ্ববাংলাদেশবিশেষ সংবাদ

বাংলাদেশে ইরানের সর্বোচ্চ নেতার প্রতিনিধি হুজ্জাতুল ইসলাম ড. সাইয়্যেদ মাহদী আলীজাদেহ মুসাভীর হাওজা নিউজ পরিদর্শন

ডক্টর মুহাম্মাদ ফারুক হুসাইন। প্রকাশ: ২১ অক্টোবর ২০২৫

মিডিয়া মিহির: বাংলাদেশে ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতার প্রতিনিধি হুজ্জাতুল ইসলাম ও মুসলেমিন ড. সাইয়্যেদ মাহদী আলীজাদেহ মুসাভীর মঙ্গলবার (২৯ মেহর ১৪০৪ / ২১ অক্টোবর ২০২৫) হাওজা নিউজ এজেন্সি পরিদর্শন করেন।
তিনি হাওজার বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং দায়িত্বশীল ও সম্পাদকদের কাছ থেকে সংবাদ সংস্থার আন্তর্জাতিক কার্যক্রম ও সামগ্রিক মিডিয়া প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত অবহিত হন।

পরিদর্শন শেষে তিনি হাওজার মিডিয়া ও সাইবার স্পেস সেন্টারের প্রধান এবং হাওজা নিউজের সম্পাদক হুজ্জতুল ইসলাম রেজা রুস্তামির সঙ্গে দ্বিপাক্ষিক মিডিয়া সহযোগিতা উন্নয়নের পথ নিয়ে ফলপ্রসূ আলোচনা করেন।

হুজ্জতুল ইসলাম আলীজাদেহ মুসাভি বলেন:

আজকের যুগে তথ্যপ্রবাহ একটি অপরিহার্য দায়িত্ব। শত্রুর মিডিয়া আধিপত্য ভেঙে হাওজা নিউজকে ইসলামি জগতে নির্ভরযোগ্য সংবাদ উৎসে পরিণত করা সময়ের দাবি।

তিনি আরও বলেন —

“তরুণ প্রজন্ম আজ হাওজা ইলমিয়া তথা ইসলামী শিক্ষার ঐতিহ্য সম্পর্কে পর্যাপ্ত ধারণা রাখে না। তাই তাদের মানসিকতা ও প্রয়োজন অনুযায়ী আধুনিক উপস্থাপনা, সৃজনশীল কনটেন্ট প্রযোজনা এবং আলেম সমাজের অবদান তুলে ধরা অত্যন্ত জরুরি।

বাংলাদেশে ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতার প্রতিনিধি হাওজা নিউজের কর্মকাণ্ডের প্রশংসা করে বলেন,

হাওজা নিউজ যে দায়িত্বশীলতা ও নিষ্ঠার সঙ্গে ইসলামী জ্ঞানের প্রচার ও তথ্যপ্রবাহে কাজ করছে, তা সত্যিই প্রশংসনীয়।

উল্লেখ্য, হুজ্জাতুল ইসলাম ও মুসলেমিন সাইয়্যেদ মাহদী আলীজাদেহ মুসাভীর এই সফরের সম্পূর্ণ বক্তব্য ও আলোচনার বিস্তারিত পরবর্তীতে প্রকাশ করা হবে।

আরও পড়ুন

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button