প্রেমিকের প্রার্থনা: ইমাম সজ্জাদ (আ.)-এর মুনাজাতে মুহিব্বীন থেকে হৃদয়স্পর্শী আহ্বান
ডক্টর মুহাম্মাদ ফারুক হুসাইন। প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৫
মিডিয়া মিহির: আল্লাহর প্রেমে নিমগ্ন হৃদয় কখনো অন্য কিছুতে তৃপ্ত হয় না। ইমাম সজ্জাদ (আ.)-এর মুনাজাতে মুহিব্বীন—প্রেমিকদের প্রার্থনা—একটি আত্মিক উচ্চারণ, যেখানে প্রেমিক তার প্রিয় প্রভুর নৈকট্য, দয়া ও দর্শনের আকুল আবেদন জানায়। এই মুনাজাত শুধু প্রার্থনা নয়, এটি এক প্রেমময় আত্মসমর্পণ, যেখানে হৃদয় নিজেকে বিলিয়ে দেয় স্রষ্টার সান্নিধ্যে।
من مناجاة المُحِبِّين للإمام السجاد عليه السلام
اِلٰهِي، مَنْ ذَا الَّذِي ذَاقَ حَلَاوَةَ مَحَبَّتِكَ، فَرَامَ مِنْكَ بَدَلًا؟ وَمَنْ ذَا الَّذِي أَنَسَ بِقُرْبِكَ، فَابْتَغَى عَنْكَ حِوَلًا؟
اِلٰهِي، فَاجْعَلْنَا مِمَّنِ اصْطَفَيْتَهُ لِقُرْبِكَ وَوِلايَتِكَ، وَأَخْلَصْتَهُ لِمَحَبَّتِكَ وَمَوَدَّتِكَ، وَشَوَّقْتَهُ إِلَى لِقَائِكَ، وَرَضَّيْتَهُ بِقَضَائِكَ، وَمَنَحْتَهُ نَظَرَ وَجْهِكَ، وَزَيَّنْتَهُ بِرِضَاكَ، وَأَعْتَقْتَهُ مِنْ فِرَاقِكَ وَهَجْرِكَ، وَأَقَمْتَهُ فِي مَقَامِ الصِّدْقِ فِي قُرْبِكَ، وَخَصَصْتَهُ بِمَعْرِفَتِكَ، وَأَهَّلْتَهُ لِعِبَادَتِكَ، وَشَغَلْتَهُ بِطَاعَتِكَ، وَاصْطَفَيْتَهُ لِمُنَاجَاتِكَ، وَقَطَعْتَهُ عَمَّنْ يُبْعِدُهُ عَنْكَ.
اِلٰهِي، اجْعَلْنَا مِنَ الَّذِينَ هَمُّهُمْ إِلَيْكَ، وَوَقْتُهُمْ فِي الْبُكَاءِ وَالْأَنِينِ، وَجِبَاهُهُمْ سَاجِدَةٌ لِعَظَمَتِكَ، وَأَعْيُنُهُمْ سَاهِرَةٌ فِي خِدْمَتِكَ، وَدُمُوعُهُمْ جَارِيَةٌ مِنْ خَشْيَتِكَ، وَقُلُوبُهُمْ مُتَعَلِّقَةٌ بِمَحَبَّتِكَ، وَأَفْئِدَتُهُمْ مُتَحَيِّرَةٌ فِي جَلَالِكَ.
يَا مَنْ نُورُهُ طَاهِرٌ يُبْهِجُ أَعْيُنَ الْمُحِبِّينَ، وَجَمَالُ وَجْهِهِ يَجْذِبُ قُلُوبَ الْعَارِفِينَ، يَا غَايَةَ آمَالِ الْمُشْتَاقِينَ، وَيَا مُنْتَهَى رَجَاءِ الْمُحِبِّينَ!
أَسْأَلُكَ مَحَبَّتَكَ، وَمَحَبَّةَ مَنْ يُحِبُّكَ، وَمَحَبَّةَ كُلِّ عَمَلٍ يُقَرِّبُنِي إِلَى قُرْبِكَ.
وَاجْعَلْنِي مِمَّنْ يُحِبُّكَ أَكْثَرَ مِنْ كُلِّ شَيْءٍ، وَيَكُونُ حُبِّي لَكَ سَبَبًا لِرِضَاكَ، وَشَوْقِي إِلَيْكَ حَاجِزًا عَنْ مَعْصِيَتِكَ.
أَنْعِمْ عَلَيَّ بِرُؤْيَةِ وَجْهِكَ، وَانْظُرْ إِلَيَّ بِعَيْنِ الرَّحْمَةِ، وَلَا تَصْرِفْ وَجْهَكَ عَنِّي، وَاجْعَلْنِي مِنَ السُّعَدَاءِ وَالْمُكَرَّمِينَ عِنْدَكَ.
ইলাহী! কে এমন যে তোমার প্রেমের মাধুর্য একবার আস্বাদন করেছে, অথচ তোমার পরিবর্তে অন্য কিছু কামনা করে? কে এমন যে তোমার নৈকট্যে সান্ত্বনা পেয়েছে, অথচ তোমা ছাড়া অন্য আশ্রয় খোঁজে?
ইলাহী! আমাদেরকে সেইসব সৌভাগ্যবানদের অন্তর্ভুক্ত করো— যাদের তুমি তোমার বন্ধুত্ব ও সান্নিধ্যের জন্য মনোনীত করেছ, যাদের হৃদয় তুমি তোমার প্রেমে একনিষ্ঠ করেছ, যাদের তুমি তোমার সাক্ষাতের জন্য আকুল করে তুলেছ, যাদের তুমি তোমার ইচ্ছায় সন্তুষ্ট রেখেছ, যাদের তুমি তোমার মুখমণ্ডলের দর্শন দান করেছ, যাদের তুমি তোমার সন্তুষ্টিতে ভূষিত করেছ, যাদের তুমি তোমার বিচ্ছেদ থেকে রক্ষা করেছ, যাদের তুমি সত্যের আসনে প্রতিষ্ঠিত করেছ, যাদের তুমি তোমার জ্ঞানে বিশেষিত করেছ, যাদের তুমি তোমার ইবাদতের উপযুক্ত করেছ, যাদের তুমি তোমার ইচ্ছার প্রতি উন্মত্ত করেছ, যাদের তুমি তোমার দর্শনের জন্য মনোনীত করেছ, যাদের মুখ তোমার দিকে উন্মুক্ত, যাদের হৃদয় তোমার প্রেমে নিবেদিত, যাদের আকাঙ্ক্ষা শুধুই তোমার কাছে যা আছে, যাদের অন্তরে তুমি তোমার স্মরণ স্থাপন করেছ, যাদের তুমি শুকরিয়া আদায়ের তাওফিক দিয়েছ, যাদের তুমি তোমার আনুগত্যে ব্যস্ত রেখেছ, যাদের তুমি তোমার সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠদের অন্তর্ভুক্ত করেছ, যাদের তুমি তোমার সাথে নিবেদিত কথোপকথনের জন্য নির্বাচিত করেছ, যাদের তুমি সেইসব কিছু থেকে ছিন্ন করেছ যা তোমা থেকে বিচ্ছিন্ন করে।
হে আল্লাহ! আমাদেরকে সেই প্রেমিকদের দলে রাখো— যাদের চেষ্টা তোমার দিকে উৎসাহ ও আকুলতায় পূর্ণ, যাদের সময় কাটে কান্না ও বিলাপে, যাদের কপাল তোমার মহিমার জন্য সিজদায় নত, যাদের চোখ তোমার সেবায় জাগ্রত, যাদের অশ্রু তোমার ভয়ে প্রবাহিত, যাদের হৃদয় তোমার প্রেমে আবদ্ধ, যাদের অন্তর তোমার মাহাত্ম্যে বিহ্বল।
হে তিনি! যার পবিত্র নূর প্রেমিকদের চোখে মনোহর, যার মুখমণ্ডলের মহিমা জ্ঞানীদের হৃদয়ে আকর্ষণীয়। হে আকুল হৃদয়ের কামনা! হে প্রেমিকদের চূড়ান্ত লক্ষ্য!
আমি তোমার কাছে চাই— তোমার প্রেম, তোমাকে ভালোবাসে এমনদের প্রেম, এবং এমন সব আমলের প্রেম যা আমাকে তোমার নৈকট্যে পৌঁছে দেয়।
তুমি আমাকে এমন করো— যেন তুমি আমার কাছে অন্য সব কিছুর চেয়ে প্রিয় হও, আমার তোমার প্রতি প্রেম যেন তোমার সন্তুষ্টির দিকে পরিচালিত করে, আমার তোমার প্রতি আকাঙ্ক্ষা যেন তোমার অবাধ্যতা থেকে দূরে রাখে।
তোমার দর্শনের অনুগ্রহ আমার উপর বর্ষণ করো, দয়া ও মমতার দৃষ্টিতে আমার দিকে তাকাও, তোমার চেহারা আমার থেকে ফিরিয়ে নিয়ো না।
আমাকে রাখো— সৌভাগ্যবানদের মধ্যে, তোমার নিকট মর্যাদাবানদের মধ্যে।
হে সাড়াদাতা! হে সর্বাধিক দয়ালু!



