প্রতিরোধ সংগঠনের দাবি : গাজায় নিরাপত্তা অভিযান নাগরিকদের সুরক্ষার জন্য পরিচালিত হচ্ছে
ডক্টর মুহাম্মাদ ফারুক হুসাইন। প্রকাশ: ১৫ আক্টোবর ২০২৫
মিডিয়া মিহির: ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠনগুলো গাজায় স্বরাষ্ট্র ও জাতীয় নিরাপত্তা মন্ত্রণালয়ের সাম্প্রতিক নিরাপত্তা অভিযানকে স্বাগত জানিয়েছে। তারা বলেছে, এই অভিযান ফিলিস্তিনি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং দখলদার ইসরায়েলি বাহিনীর সহযোগীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে পরিচালিত হচ্ছে।
বুধবার এক যৌথ বিবৃতিতে প্রতিরোধ সংগঠনগুলো জানিয়েছে, গাজা উপত্যকায় আইন প্রয়োগ, অপরাধীদের গ্রেপ্তার এবং ইসরায়েলি গোয়েন্দা সংস্থার মদদপুষ্ট চক্রের বিরুদ্ধে অভিযান পরিচালনার জন্য তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতি কৃতজ্ঞ। তারা বলেছে, এই অভিযান জাতীয় ঐক্যের ভিত্তিতে পরিচালিত হচ্ছে এবং প্রতিরোধ বাহিনীর নিরাপত্তা ইউনিটগুলোর পূর্ণ সমর্থন পাচ্ছে।
বিবৃতিতে নাগরিকদের প্রতি আহ্বান জানানো হয়েছে, তারা যেন নিরাপত্তা সংস্থাগুলোর সঙ্গে সহযোগিতা করে এবং পলাতক অপরাধীদের আশ্রয়দাতা বা সহযোগীদের সম্পর্কে তথ্য প্রদান করে। সংগঠনগুলো সতর্ক করেছে, অপরাধীদের গোপন রাখা মানে তাদের অপরাধে অংশগ্রহণ করা।
প্রতিরোধ সংগঠনগুলো আরও জানিয়েছে, “আমাদের বার্তা স্পষ্ট—ইসরায়েলি গোয়েন্দা সংস্থার মদদপুষ্ট ভাড়াটে, খুনি, অপরাধী, চোর ও ডাকাতদের জন্য গাজায় কোনো জায়গা নেই। যেকোনো ব্যক্তি যদি অপরাধে জড়িত থাকে, তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে এবং কাউকে কোনো ছাড় দেওয়া হবে না।”
তারা এই অভিযানকে একটি “জাতীয় প্রয়োজন” হিসেবে অভিহিত করেছে এবং সংশ্লিষ্ট পরিবারের প্রতি আহ্বান জানিয়েছে, যেন দ্রুত তাদের সন্তানদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বশীল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে। একইসঙ্গে তদন্ত ও বিচার বিভাগের প্রতি পূর্ণ আস্থা রাখার আহ্বান জানানো হয়েছে, যারা সকলের অধিকার রক্ষা করে অপরাধীদের গ্রেপ্তার ও অপরাধ নির্মূল করতে কাজ করছে।



