মিডিয়া মিহির: ইমাম জাফর আস-সাদিক (আঃ) বলেছেন:
في كُلِّ نَفَسٍ مِن أنفاسِكَ شُكرٌ لازِمٌ لَكَ، بَل ألفٌ و أكثَرُ.
তোমার প্রতিটি নিঃশ্বাসের জন্যই তোমার ওপর কৃতজ্ঞতা (শোকর) অপরিহার্য — বরং হাজার গুণ, তারও বেশি কৃতজ্ঞতা তোমার জন্য আবশ্যক।”
সূত্র: বিহারুল আনওয়ার, খণ্ড ৭১, পৃষ্ঠা ৫২, হাদীস ৭৭।
ব্যাখ্যা: ইমাম সাদিক (আ.) এখানে মানুষকে স্মরণ করিয়ে দিচ্ছেন যে, আমরা যতবার শ্বাস নিই, প্রতিটি নিঃশ্বাসই আল্লাহর এক অমূল্য দান। নিঃশ্বাস ছাড়াও একটি নিয়ামত, কারণ উভয়টি ছাড়া জীবনই সম্ভব নয়। তাই মানুষের উচিত প্রতিটি মুহূর্তে, প্রতিটি শ্বাসে, অন্তত হৃদয়ের গভীরে আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকা।
অর্থাৎ, “শুকর” শুধু কথায় নয়, চিন্তা, কাজ ও অনুভবে প্রকাশিত হওয়া উচিত — কারণ জীবন নিজেই একটানা আল্লাহর অনুগ্রহের প্রবাহ।



