বিশ্ববিশেষ সংবাদহাদিস
পরিশুদ্ধ ও ন্যায়সঙ্গত কর্ম
ডক্টর মুহাম্মাদ ফারুক হুসাইন। প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৫
মিডিয়া মিহির : ইমাম জাফর সাদিক (আ.) হাদিসে উল্লেখ করেছেন, খাঁটি ও পরিশুদ্ধ কর্ম সেই যা শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য করা হয় এবং যার জন্য কেউ মানুষের প্রশংসা বা স্বীকৃতি কামনা করে না।
اَلْعَمَلُ الْخالِصُ: الّذی لا تُریدُ أَنْ یَحْمَدَکَ عَلَیْهِ أَحَدٌ إِلّا اللّهَ عَزَّ وَ جَلَّ.
অত্যন্ত খাঁটি কর্ম হলো সেই কাজ, যার জন্য তুমি চাও না যে কেউ তোমাকে প্রশংসা করুক, শুধুমাত্র আল্লাহ তায়ালার বাদে।”
সূত্র: অসুলে কাফি, খণ্ড ৩, পৃষ্ঠা ২৬।



