মিডিয়াছবিভিডিওসংবাদ বিশ্লেষণ
নবী করীম (সা.)-এর জন্মদিন উপলক্ষে ইমাম রেজার (আ.) মাজারে আলোসজ্জা + ভিডিও
ডক্টর মুহাম্মাদ ফারুক হুসাইন | প্রকাশ: ৭ সেপ্টেম্বর ২০২৫

নবী করীম (সা.)-এর জন্মদিন উপলক্ষে ইমাম রেজার (আ.) মাজারে আলোসজ্জা + ভিডিও
মেহর সংবাদদাতার প্রতিবেদনে বলা হয়েছে, আজ রাযাভি খেদমতকারীদের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। ভিডিওটিতে দেখা যায় যে, তারা সপ্তদশ রবি’উল-আউয়াল উপলক্ষে, নবী করীম (সা.) ও ইমাম জাফর সাদিক (আ.)-এর শুভ জন্মদিন উদযাপন করতে, ইমাম রেজা (আ.) পবিত্র মাজারে বাতি এবং লাইটের সাজসজ্জা করেছেন।