দান-খয়রাতে রয়েছে ঐশী বরকত
রাসেল আহমেদ | প্রকাশ: ০৫ জানুয়ারী, ২০২৬
দান-খয়রাতে রয়েছে ঐশী বরকত
মিডিয়া মিহির: মহান আলেমদের দৃষ্টিতে দান কেবল উদারতার প্রকাশ নয়; বরং এটি ইনফাকের মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে বরকত লাভের এক বাস্তব অভিজ্ঞতা। আয়াতুল্লাহ বাহজাত (রহ.) এ প্রসঙ্গে একটি গুরুত্বপূর্ণ বক্তব্য উল্লেখ করেছেন।
মারজায়ে তাকলিদগণ যে অভাবগ্রস্ত ও প্রাপ্য ব্যক্তিদের সাহায্য করেন— তাতে অর্থ, ভাতা (শাহরিয়্যাহ) কিংবা খাদ্যসামগ্রী প্রদান করেন— তা কেবল তাঁদের দানশীলতার কারণে নয়। বরং তাঁরা বাস্তবে অভিজ্ঞতা করেছেন এবং স্বচক্ষে দেখেছেন, যত বেশি আল্লাহর পথে ব্যয় করেন, আল্লাহ তত বেশি তাঁদের রিজিক বৃদ্ধি করে দেন।
তিনি বলেন, দান ও সাহায্য মহান ব্যক্তিত্বদের কাছে শুধু একটি নৈতিক গুণ নয়; বরং এটি ঐশী বরকতের এক পরীক্ষিত সত্য।
আয়াতুল্লাহ বাহজাত (রহ.) আরও বর্ণনা করেন, নাজাফে এক ভদ্রলোক বলেছিলেন— এই সম্মানিত মারজায়ে তাকলিদগণ অভাবগ্রস্তদের যেভাবে সাহায্য করে থাকেন, তা নিছক সহানুভূতির বহিঃপ্রকাশ নয়; বরং দীর্ঘদিনের অভিজ্ঞতায় তাঁরা উপলব্ধি করেছেন, যত বেশি দেন, তত বেশি আল্লাহ তাঁদের জন্য ব্যবস্থা করে দেন।
সূত্র: দারমাহজার-এ বাহজাত (در محضر بهجت), পৃষ্ঠা ৪৫



