ধর্ম ও বিশ্বাসবাংলাদেশবিশেষ সংবাদ

ঢাকায় হযরত ফাতিমা যাহরা (সা.)-এর জন্মদিন উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত

রাসেল আহমেদ | প্রকাশ: ২১ ডিসেম্বর, ২০২৫

মিডিয়া মিহির: হযরত ফাতিমা যাহরা সালামুল্লাহ আলাইহার পবিত্র জন্মদিবস উপলক্ষে বাংলাদেশ ইমামিয়া উলামা সোসাইটি এবং আল মোস্তফা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বাংলাদেশ প্রতিনিধি অফিসের যৌথ উদ্যোগে ঢাকায় এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে দুই শতাধিক শুভানুধ্যায়ী ও ধর্মপ্রাণ মুসলিম অংশগ্রহণ করেন।

রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত কবি নজরুল ইনস্টিটিউটের অডিটোরিয়ামে আয়োজিত এই সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত ইরান ইসলামী প্রজাতন্ত্রের নবনিযুক্ত রাষ্ট্রদূত জনাব জলিল রাহিমি জাহানাবাদী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক জনাব গোলাম গাউস আল কাদেরী, ইরান কালচারাল সেন্টারের মাননীয় কাউন্সিলর সাইয়্যেদ রেজা মীর মোহাম্মদী এবং বাংলাদেশ ইমামিয়া সোসাইটির সেক্রেটারি হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমীন ডক্টর এম. আব্দুল কুদ্দুস বাদশা।

সেমিনারের প্রতিপাদ্য বিষয় ছিল— “হযরত ফাতিমা যাহরা সালামুল্লাহ আলাইহার ব্যক্তিত্বের বিভিন্ন দিক”। এ বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশিষ্ট গবেষক ডক্টর এ কে এম আনোয়ারুল কবির। তিনি তাঁর প্রবন্ধে হযরত ফাতিমা (সা.আ.)-এর আদর্শিক, সামাজিক, পারিবারিক ও নৈতিক ভূমিকার বিভিন্ন দিক বিশদভাবে তুলে ধরেন এবং বর্তমান সমাজে তাঁর জীবনাদর্শের প্রাসঙ্গিকতা ব্যাখ্যা করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আল মোস্তফা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বাংলাদেশ প্রতিনিধি হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমীন জনাব শাহাবুদ্দিন মাশাযয়েখী রা’। সেমিনারটি সঞ্চালনা করেন হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমীন জনাব ইউনুস আলী গাজী এবং সার্বিক তত্ত্বাবধানে ছিলেন হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমীন জনাব মীজানুর রহমান।

সেমিনারে বক্তারা হযরত ফাতিমা যাহরা (সা.আ.)-এর জীবন ও চরিত্র থেকে মানবতা, ন্যায়বিচার, আত্মত্যাগ ও নৈতিকতার শিক্ষা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা বলেন, হযরত ফাতিমা (সা.আ.)-এর জীবনাদর্শ আজও ব্যক্তি, পরিবার ও সমাজ সংস্কারে এক অনন্য অনুপ্রেরণার উৎস হিসেবে বিবেচিত হয়।

অনুষ্ঠানটি ধর্মীয় ও বুদ্ধিবৃত্তিক আলোচনার মাধ্যমে অত্যন্ত সুশৃঙ্খল ও ভাবগম্ভীর পরিবেশে সম্পন্ন হয়।

আরও পড়ুন 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button