ঢাকায় নবনিযুক্ত ইরানি রাষ্ট্রদূতকে স্বাগত জানাল ইমামিয়া উলামা কাউন্সিল বাংলাদেশ
রাসেল আহমেদ | প্রকাশ: ২রা ডিসেম্বর, ২০২৫

মিডিয়া মিহির: বাংলাদেশে নবনিযুক্ত ইরানি রাষ্ট্রদূতের দায়িত্ব গ্রহণকে স্বাগত জানিয়ে দ্বিপাক্ষিক ধর্মীয়, সাংস্কৃতিক ও শিক্ষা-বিনিময় প্রক্রিয়া আরও জোরদার করার আশাবাদ ব্যক্ত করেছে ইমামিয়া উলামা কাউন্সিল বাংলাদেশ। ঢাকায় সৌজন্য সাক্ষাতে দুই পক্ষ পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করে।
ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমি জাহানাবাদির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ইমামিয়া উলামা কাউন্সিল বাংলাদেশের সভাপতি হুজ্জাতুল ইসলাম সৈয়দ ইব্রাহিম খলিল রাজাভী। সাক্ষাৎ শুরুতে তিনি নবনিযুক্ত রাষ্ট্রদূতকে ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান। এ সময় কাউন্সিলের সাধারণ সম্পাদক হুজ্জাতুল ইসলাম ড. আব্দুল কুদ্দুস বাদশা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল-মোস্তাফা আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ প্রতিনিধি হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন শাহাবুদ্দিন মাশায়েকি।

সৌজন্য সাক্ষাতে দুই দেশের ধর্মীয়, সাংস্কৃতিক ও শিক্ষাক্ষেত্রে বিদ্যমান সম্পর্ক আরও সম্প্রসারণ এবং গবেষণা, একাডেমিক বিনিময় ও আন্তধর্মীয় সংলাপ বৃদ্ধির সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।
ইমামিয়া উলামা কাউন্সিল ও উপস্থিত নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন—নতুন রাষ্ট্রদূতের দায়িত্ব গ্রহণ বাংলাদেশের সঙ্গে ইরানের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ়, স্থিতিশীল ও ফলপ্রসূ করবে।



