টেকসই ভবিষ্যৎ গড়তে বাংলাদেশের পাশে থাকবে জাতিসংঘ: গুতেরেস

টেকসই ভবিষ্যৎ গড়তে বাংলাদেশের পাশে থাকবে জাতিসংঘ: গুতেরেস
বাংলাদেশ সফরে এসেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। গতকাল (১৩মার্চ) তাকে বহনকারী এমিরেটসের একটি ফ্লাইট বিকেলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। ঢাকায় পৌঁছে তিনি বিভিন্ন কার্যক্রমে অংশ নিচ্ছেন।

বাংলাদেশের উষ্ণ অভ্যর্থনায় গুতেরেস সন্তোষ প্রকাশ করে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, অন্তর্বর্তী সরকার ও বাংলাদেশের মানুষকে ধন্যবাদ জানান।
প্রধান উপদেষ্টাকে (ড. মুহাম্মদ ইউনূস) উদ্দেশ্য করে জাতিসংঘের মহাসচিব বলেন, ”বাংলাদেশ বর্তমানে যে গুরুত্বপূর্ণ সংস্কার ও পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে, সবার জন্য একটি টেকসই এবং ন্যায়সঙ্গত ভবিষ্যৎ গড়ে তোলার জন্য আপনি জাতিসংঘের ওপর নির্ভর করতে পারেন। সেই সাথে বাংলাদেশে চলমান সংস্কার কার্যক্রম ও পরিবর্তনে জাতিসংঘ পাশে থাকবে বলে তিনি ঘোষণা দেন।

শুক্রবার (১৪ মার্চ) ঢাকায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ঘণ্টাব্যাপী বৈঠকের পর এক্স হ্যান্ডেলে এক পোস্টে গুতেরেস বলেন,
”আমাকে উষ্ণ অভ্যর্থনা জানানোয় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, অন্তর্বর্তী সরকার ও বাংলাদেশের মানুষকে ধন্যবাদ জানাচ্ছি। বাংলাদেশ বর্তমানে যে গুরুত্বপূর্ণ সংস্কার ও পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে, সবার জন্য একটি টেকসই এবং ন্যায়সঙ্গত ভবিষ্যৎ গড়ে তোলার জন্য আপনি (ড.মুহাম্মদ ইউনূস) জাতিসংঘের ওপর নির্ভর করতে পারেন।”
মিডিয়া মিহির/বাংলাদেশ/মুহাম্মাদ রুস্তম আলী



