ধর্ম ও বিশ্বাসবিশেষ সংবাদবিশ্ব

গুনাহ—যা আল্লাহর নেয়ামত পরিবর্তন করে দেয়

রাসেল আহমেদ | প্রকাশ: ১লা ডিসেম্বর, ২০২৫

মিডিয়া মিহির: গুনাহ ও জুলুম—তা যত ছোটই হোক, আল্লাহর দেওয়া নেয়ামত পরিবর্তন করে দিতে পারে। অন্যকে কষ্ট দেওয়া, ধূমপানের ধোঁয়া দিয়ে পরিবেশ নষ্ট করা, অকারণে শব্দ করা বা গাড়ি এমনভাবে পার্ক করা যাতে মানুষ অসুবিধায় পড়ে—এসব সাধারণ আচরণও জুলুমের অন্তর্ভুক্ত। এগুলো পরিবার, সমাজ ও ব্যক্তিজীবনের শান্তি নষ্ট করে। এজন্য আমাদের এই দোয়া করা উচিত—যেন আল্লাহ এ ধরনের গুনাহ ক্ষমা করে দেন।

মরহুম আয়াতুল্লাহ মুজতাহিদি তেহরানী (রহ.) তাঁর এক নৈতিক পাঠে “জুলুম: যে গুনাহ নেয়ামত পরিবর্তন করে” বিষয়ে গুরুত্বপূর্ণ ব্যাখ্যা প্রদান করেছেন।

ইমাম সাদিক (আ.) বলেছেন, গুনাহের বিভিন্ন ধরন রয়েছে। এর একটি ধরন হলো— যে গুনাহ নেয়ামত পরিবর্তন করে দেয় অথবা মানুষের জীবন থেকে নেয়োমত সরিয়ে নেয়।

দোয়া-এ-কুমাইলে এ বিষয়টি অত্যন্ত সুন্দরভাবে উল্লেখ করা হয়েছে: «اَللّٰهُمَّ اغْفِرْ لِيَ الذُّنُوبَ الَّتِي تُغَيِّرُ النِّعَمَ»
অর্থ: হে আল্লাহ! সেইসব গুনাহ ক্ষমা করুন, যেগুলো নেয়ামত পরিবর্তন করে দেয়।

এর একটি বাস্তব উদাহরণ— একজন সন্তান আগে ভদ্র, নিয়মিত ও শান্ত স্বভাবের ছিল; কিন্তু কোনো গুনাহ বা ভুলের পর তার আচরণ বদলে গেল—সে রূঢ় হয়ে গেল, খারাপ অভ্যাসে জড়িয়ে পড়ল অথবা জীবনের পথে বিচ্যুত হলো। একসময়ের সদালাপী স্ত্রী হঠাৎ রাগী ও অস্থির হয়ে গেলেন—এমন ঘটনাও অসংখ্য। কেউ পঞ্চাশ বছর শান্তিতে সংসার করেছেন, কিন্তু জীবনের কিছু গুনাহ তাঁর পরিবারের স্থিরতা নষ্ট করে দিয়েছে—স্ত্রীর স্বভাবও পরিবর্তিত হয়েছে।

এর মূল কারণ কী? ইমাম সাদিক (আ.) ব্যাখ্যা করেন— নেয়ামতের এ পরিবর্তনের শেকড় হলো জুলুম। জুলুম বলতে বড় গুনাহই বোঝানো হচ্ছে না; বরং যে কোনো কাজ, যা অন্যকে কষ্ট দেয় বা কারো অধিকার ক্ষুণ্ন করে—তা-ই জুলুম। উদাহরণ—

  • প্রতিবেশীকে বিরক্ত করা

  • গভীর রাতে (ইচ্ছেকৃত) মোটরসাইকেলের শব্দে মানুষের ঘুম নষ্ট করা

  • ধূমপানের ধোঁয়া দিয়ে আশেপাশের মানুষকে ভোগাতে বাধ্য করা

  • এমনভাবে গাড়ি পার্ক করা যাতে অন্য কেউ বিপাকে পড়ে

  • অকারণে চিৎকার, রাগ বা কটু কথায় মানুষকে আহত করা

এসবই জুলুম, এবং এর প্রতিফল সরাসরি মানুষের নিজের জীবনেই ফিরে আসে।

অনেকেই প্রশ্ন করেন—

  • কেন আমার সন্তান বদলে গেল?

  • কেন স্ত্রী বা স্বামী রুক্ষ হয়ে গেল?

  • কেন মানুষ আমাদের সঙ্গে ভালো আচরণ করে না?

অনেক সময় এর উত্তর হল— ছোট-বড় গুনাহ এবং অন্যের প্রতি জুলুম নেয়ামত বদলে দেয়।

অনেক কাজকেই আমরা তুচ্ছ ভাবি—ধূমপানের ধোঁয়া, ভুলভাবে গাড়ি পার্ক করা, অন্যায় শব্দ করা—কিন্তু ইসলামী দৃষ্টিতে এগুলোও জুলুম, যার প্রভাব আসে আমাদের নিজের জীবনে।

দোয়া-এ-কমাইলে তাই এই স্মরণ—

«اَللّٰهُمَّ اغْفِرْ لِيَ الذُّنُوبَ الَّتِي تُغَيِّرُ النِّعَمَ»
অর্থ: হে আল্লাহ! সেই সব গুনাহ থেকে আমায় রক্ষা করুন, যেগুলো জীবনের নেয়ামত নষ্ট করে দেয় এবং পরিবার ও সমাজের শান্তিকে ক্ষতিগ্রস্ত করে।

আরও পড়ুন

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button