খুলনায় মিলাদুন্নবী (সা.) ও ইসলামি ঐক্য সপ্তাহ উৎযাপন: শিয়া-সুন্নির ঐক্যের অনন্য দৃষ্টান্ত
রাসেল আহমেদ | প্রকাশ: ৭ সেপ্টেম্বর, ২০২৫

খুলনায় মিলাদুন্নবী (সা.) ও ইসলামি ঐক্য সপ্তাহ উৎযাপন: শিয়া-সুন্নির ঐক্যের অনন্য দৃষ্টান্ত
মিডিয়া মিহির: পবিত্র ১৭ই রবিউল আউয়াল—রাসূলুল্লাহ হযরত মুহাম্মাদ মুস্তাফা (সা.) ও ইমাম জাফর সাদিক (আ.)-এর জন্মবার্ষিকী এবং ইসলামি ঐক্য সপ্তাহ উপলক্ষে খুলনায় বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটি শিয়া ও সুন্নি উভয় মাযহাবের আলেম ও অনুসারীদের একত্রিত করে এক মিলনমেলায় পরিণত হয়।
শনিবার খুলনা শিল্পকলা একাডেমিতে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল-মোস্তফা আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ শাখার প্রধান হুজ্জাতুল ইসলাম ড. শাহাবুদ্দিন মাশায়েখী। সভাপতিত্ব করেন হুজ্জাতুল ইসলাম সৈয়দ ইব্রাহিম খলিল রাজাভী।
বক্তারা রাসূলুল্লাহ (সা.)-এর জীবনাদর্শ, ইমাম জাফর সাদিক (আ.)-এর জ্ঞানভাণ্ডার এবং মুসলিম উম্মাহর মধ্যে ভ্রাতৃত্ব ও ঐক্যের অপরিহার্যতার ওপর আলোকপাত করেন। তারা বলেন, বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে মুসলমানদের বিভাজন ভুলে ঐক্যের পতাকা তলে একত্রিত হওয়াই সময়ের দাবী।
বক্তারা বিশেষভাবে উল্লেখ করেন যে, ভিন্ন মাযহাবের অনুসারীরা যদি পারস্পরিক শ্রদ্ধা বজায় রেখে ইসলামের মৌলিক মূল্যবোধে অটল থাকে, তবে শত্রুরা কখনো মুসলিম উম্মাহকে দুর্বল করতে পারবে না।
অনুষ্ঠানে শিয়া-সুন্নি আলেমদের উপস্থিতি ইসলামি ভ্রাতৃত্বের এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে ওঠে। এতে বিভিন্ন শ্রেণি-পেশার ধর্মীয় ব্যক্তিত্ব, শিক্ষার্থী এবং সাধারণ মুসল্লিগণ অংশ নেন।