মিডিয়া মিহির: ইমাম রেজা (আ.) আমাদের শেখান, যে ব্যক্তি মানুষের উপকারকে স্বীকার ও প্রশংসা করতে জানে না, সে প্রকৃতপক্ষে আল্লাহর প্রতি কৃতজ্ঞতাও প্রদর্শন করেনি। কৃতজ্ঞতা শুধুমাত্র আল্লাহর প্রতি নয়, বরং মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করাও তার অংশ।
إمام رضا عليه السلام: مَنْ لَمْ يَشْكُرِ الْمُنْعِمَ مِنَ الْمَخْلُوقينَ، لَمْ يَشْكُرِ اللّهَ عَزَّ وَ جَلَّ
যে ব্যক্তি মানুষদের মধ্যে যারা তার প্রতি উপকার বা নৈকট্য দেখিয়েছে, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে না, সে আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেনি।
সূত্র: আয়ুন আখবারি রেজা (আ.), খণ্ড ২, পৃষ্ঠা ২৭



