হাদিস

কিয়ামতের পাল্লায় সবচেয়ে ভারী আমল

ডক্টর মুহাম্মাদ ফারুক হুসাইন। প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৫

মিডিয়া মিহির: আমাদের প্রিয়নবী হযরত মুহাম্মাদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি) একটি সংক্ষিপ্ত ও গভীর অর্থবোধক হাদিসে মানুষের আমলের মানদণ্ডে সুন্দর চরিত্র বা সু-আচরণের উচ্চ মর্যাদা সম্পর্কে গুরুত্ব আরোপ করেছেন।

ঊইউনুল আখবারুর রেযা থেকে নিম্নলিখিত হাদিসটি প্রকাশ করা হয়েছে :

হযরত রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম) বলেছেন:

ما مِن شیءٍ أثقَلُ فی المیزانِ مِن حُسنِ الخُلقِ

অর্থাৎ— কিয়ামতের দিন আমলের পাল্লায় সুন্দর চরিত্রের চেয়ে ভারী কিছুই থাকবে না।

(ঊইউনুল আখবারুর রেযা, খণ্ড ২, পৃষ্ঠা ৩৭, হাদিস ৯৮)

আরও পড়ুন

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button