বিশেষ সংবাদজীবনযাপনহাদিস
কম মেহরী নারীর বরকত
ডক্টর মুহাম্মাদ ফারুক হুসাইন | প্রকাশ: ৬ সেপ্টেম্বর ২০২৫

ইমাম সাদিক (আঃ) বলেছেন:
قال الإمام الصادق عليه السلام “:إن من بركة المرأة قلة مهرها
“নারীর বরকতের মধ্যে একটি হলো তার মেহরী কম থাকা।”
সূত্র:মন লা ইয়াহযুরুহুল ফকীহ, খণ্ড ৩, পৃষ্ঠা ২৫৪
ব্যাখ্যা:
ইসলামে দাম্পত্য জীবনে সরলতা ও সহজতাকে গুরুত্ব দেওয়া হয়েছে।
- খুশিমুখী ও আনন্দময় নারী পরিবারে শান্তি এবং সুখ বয়ে আনে।
- কম মেহরী সংসারে বোঝা কমায় এবং দাম্পত্য সম্পর্ককে সহজ ও সুস্থ রাখে।
অতএব, একজন নারী যার মেহরী কম, তাকে আধ্যাত্মিক ও পারিবারিক বরকত হিসেবে দেখা হয়।