জীবনযাপনধর্ম ও বিশ্বাসবিশেষ সংবাদবিশ্ব

ঐশী প্রেমের প্রকৃত নিদর্শন

ডক্টর মুহাম্মাদ ফারুক হুসাইন। প্রকাশ: ২ নভেম্বর ২০২৫

মিডিয়া মিহির: মিরাজের রাতে আল্লাহ তাআলা প্রিয় নবী মুহাম্মদ ﷺ-কে উদ্দেশ করে এমন এক বাণী দিয়েছেন, যা আল্লাহপ্রেমের গভীরতম অর্থ প্রকাশ করে। এখানে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন— কেবল মুখে “আমি আল্লাহকে ভালোবাসি” বললেই কেউ তাঁর প্রিয় হয় না; বরং কিছু বিশেষ গুণ ও আমলের মাধ্যমেই বান্দা আল্লাহর প্রিয়পাত্রে পরিণত হয়।

আল্লাহ তাআলা বলেছেন— হে আহমাদ! যে ব্যক্তি বলে, ‘আমি আল্লাহকে ভালোবাসি’, সে আমার প্রিয় হয় না, যতক্ষণ না সে আমার সন্তুষ্টির পথে চলে।তিনি আরও বলেন— যে বান্দা আমাকে ভালোবাসে, তার মাঝে এই গুণগুলো থাকা আবশ্যক—

১.সে অল্পে তুষ্ট থাকে,

২.সহজ-সরল পোশাক পরিধান করে,

৩.সিজদায় গভীর শান্তি ও প্রশান্তিতে ঘুমিয়ে পড়ে,

৪.রাত্রিকে দীর্ঘ ইবাদতে অতিবাহিত করে,

৫.নীরবতা ও চিন্তায় নিমগ্ন থাকে,

৬.আমার উপর পূর্ণ ভরসা রাখে,

৭.অধিক কান্না করে নিজের অপরাধবোধে,

৮.কম হাসে এবং হৃদয়ে বিনয় ধারণ করে,

৯.নিজের প্রবৃত্তির বিরুদ্ধে সংগ্রাম করে,

১০.মসজিদকে নিজের ঘর মনে করে,

১১.জ্ঞানকে সঙ্গী করে,

১২.জুহদ ও বৈরাগ্যকে পথের সাথী বানায়,

১৩.আলিমদের বন্ধু ও ফকিরদের সাথী হয়,

১৪.সর্বদা আমার সন্তুষ্টি লাভে ব্যাকুল থাকে,

১৫.পাপীদের সঙ্গ পরিহার করে,

১৬.আমার স্মরণে মনোযোগী ও তাসবিহে নিমগ্ন থাকে,

১৭.বাক্যে সত্যবাদী ও অঙ্গীকারে বিশ্বস্ত হয়,

১৮.হৃদয় পবিত্র রাখে,

১৯.নামাজে একাগ্র ও ফরজ ইবাদতে যত্নশীল থাকে,

২০.আমার পুরস্কারের প্রতি আগ্রহী এবং

২১.আমার শাস্তিকে ভয় করে।

শেষে আল্লাহ বলেন— যে ব্যক্তি এই গুণাবলি ধারণ করে, সে-ই আমার প্রিয় বান্দা; আমি তাকে আমার প্রিয় বান্দাদের নিকটে স্থান দিই এবং তাদের সাথেই তাকে রাখি।

এই হাদিস আমাদের শেখায়— আল্লাহর ভালোবাসা কথায় নয়, কর্মে প্রকাশ পায়। বিনয়, জ্ঞান, ইবাদত, ত্যাগ, ও আল্লাহর স্মরণে নিমগ্ন জীবনই সত্যিকার প্রেমিকের পরিচয়।

সূত্র: ইরশাদুল কুলুব ইলা আস্‌-সাওয়াব

আরও পড়ুন

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button