বিশ্ববিশেষ সংবাদসংবাদ বিশ্লেষণ

ইসরায়েলি হামলায় ইয়েমেনের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ শহীদ

রাসেল আহমেদ | প্রকাশ: ১৬ অক্টোবর, ২০২৫

মিডিয়া মিহির: ইয়েমেনের সশস্ত্র বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, তাদের চিফ অব স্টাফ মেজর জেনারেল মুহাম্মদ আবদুল করিম আল-ঘামারি গত মাসে ইসরায়েলি বিমান হামলায় শাহাদত বরণ করেছেন। ওই হামলায় তাঁর সঙ্গে কয়েকজন সহযোদ্ধা এবং তাঁর ১৩ বছর বয়সী পুত্র হুসাইনও প্রাণ হারান।

বৃহস্পতিবার সম্প্রচারিত এক সরকারি বিবৃতিতে ইয়েমেনি সামরিক বাহিনী জানায়, জেনারেল আল-ঘামারি ফিলিস্তিনের সমর্থনে দায়িত্ব পালনের সময় শাহিদ হন। বিবৃতিতে তাঁকে এবং তাঁর সহযোদ্ধাদের “দৃঢ়চেতা ও ত্যাগী মুজাহিদ, যারা গভীর জ্ঞান ও অভিজ্ঞতা নিয়ে নিজেদের ন্যায়সংগত লক্ষ্য সাধনে অবিচল ছিলেন” বলে বর্ণনা করা হয়েছে।

ইয়েমেনি বাহিনী স্পষ্ট জানায় যে, এই বড় ক্ষতির পরও সামরিক কর্মকাণ্ডে কোনো ধরনের বিঘ্ন ঘটেনি।

বিবৃতিতে বলা হয়— “রকেট ও ড্রোন হামলার প্রবাহ এক মুহূর্তের জন্যও থেমে যায়নি। সামরিক কাঠামো সম্পূর্ণভাবে কার্যকর ও প্রস্তুত অবস্থায় রয়েছে।” সশস্ত্র বাহিনী আরও সতর্ক করে জানায় যে, ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধমূলক অভিযান আরও তীব্রতর হয়েছে, এবং যুদ্ধ অব্যাহত রয়েছে।

“অপরাধী শত্রু তাদের কর্মকাণ্ডের কঠিন মূল্য পরিশোধ করবে,”—বিবৃতিতে এমন কঠোর হুঁশিয়ারি দেওয়া হয়।

বিশ্লেষণ: জেনারেল আল-ঘামারির শাহাদত শুধু ইয়েমেন নয়, বরং সমগ্র অক্ষ-এ-মুকাওমাত (প্রতিরোধ অক্ষ)-এর জন্য এক বিরাট ক্ষতি হিসেবে দেখা হচ্ছে। তাঁর শাহাদত প্রমাণ করে, ফিলিস্তিনের প্রতি ইয়েমেনের সমর্থন কেবল বক্তব্যের মধ্যে সীমাবদ্ধ নয়—বরং তা বাস্তব সংগ্রাম, ত্যাগ ও রক্তের বিনিময়ে প্রতিফলিত হচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button