ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রীর হুমকি: “গাজা বসবাসের অনুপযোগী হবে, হিজবুল্লাহর সামনে অন্ধকার দিন”
রাসেল আহমেদ | প্রকাশ: ১১৫ সেপ্টেম্বর, ২০২৫

ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রীর হুমকি: “গাজা বসবাসের অনুপযোগী হবে, হিজবুল্লাহর সামনে অন্ধকার দিন”
মিডিয়া মিহির: ইহুদিবাদী দখলদার ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ নতুন মধ্যপ্রাচ্যের সূচনা ঘোষণা করে হিজবুল্লাহ ও হামাসের বিরুদ্ধে কঠোর হুমকি দিয়েছেন। তিনি বলেন, দক্ষিণ সীমান্ত থেকে ইসরায়েল কখনোই পিছু হটবে না এবং হিজবুল্লাহকে পুনরায় সংগঠিত হওয়ার কোনো সুযোগ দেওয়া হবে না।
কাটজ হুঁশিয়ারি দিয়ে বলেন, “নাঈম কাসেম (হিজবুল্লাহর মহাসচিব), অন্ধকার দিন তোমাদের জন্য অপেক্ষা করছে। গাজায় আমাদের যুদ্ধ থামবে না। হামাসকে শেষ করার পর হিজবুল্লাহ ও হুথিরাও তাদের পরিণতি ভোগ করবে।”
তিনি আরও যোগ করেন, ইসরায়েল তাদের বিরুদ্ধে দাঁড়ানো যে কোনো শক্তিকে আকার বা ক্ষমতা নির্বিশেষে ধ্বংস করবে।
“যেসব রাষ্ট্র সন্ত্রাসবাদকে সহায়তা করছে, তাদেরও অপ্রত্যাশিত চমকের মুখোমুখি হতে হবে, যেমন আমরা কাতারকে বিস্মিত করেছি,” বলেন তিনি।
গাজা উপত্যকাকে ধ্বংস করার পরিকল্পনার কথাও প্রকাশ করেন উগ্র ইহুদিবাদী কাটজ। তার ভাষায়, “এখন আর ফিরে যাওয়ার সুযোগ নেই। কয়েক দিনের মধ্যেই গাজা বসবাসের অনুপযোগী হয়ে উঠবে। হামাস বা অন্য কোনো গোষ্ঠীকে আমরা গাজার নিয়ন্ত্রণ নিতে দেব না।”