বিশেষ সংবাদবিশ্ব

ইরান ও তার জনগণকে আত্মসমর্পণ করানো শত্রুদের দিবাস্বপ্ন: পেজেশকিয়ান

রাসেল আহমেদ | প্রকাশ: ২৯ সেপ্টেম্বর, ২০২৫

মিডিয়া মিহির: ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ান অগ্নিনির্বাপক দিবসের অনুষ্ঠানে বলেছেন, ইরান ও তার জনগণকে আত্মসমর্পণ করানো— কেবল  শত্রুদের একটা দিবাস্বপ্ন।

তিনি দেশটির সর্বোচ্চ উচু ভবন মিলাদ টাওয়ারে উপস্থিত অগ্নিনির্বাপক ও অতিথিদের উদ্দেশে বলেন, “তারা আমাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে চায় কারণ আমরা তাদের সামনে মাথা নত করব না; আমরা অপমান স্বীকার করব না। ইরানকে বা আমাদের জনগণকে হাঁটু গেড়ে বসানো—এটা শত্রুদের কেবলই স্বপ্ন।”

পেজেশকিয়ান বলেন, দেশ এখন সমস্যার মুখোমুখি—কিন্তু সমস্যার মধ্যে বিভক্তি সৃষ্টির চেষ্টা শত্রুর পরিকল্পনা। তিনি যোগ করেন, “দুই পথ আমাদের সামনে: মাথা নত করা, নতুবা আক্রমণে দাঁড়িয়ে লড়াই করে সমস্যার সমাধান খোঁজা। আমাদের  উচিত—টিকে থাকা ও চেষ্টা করাকে নির্বাচন করা।”

রাষ্ট্রপতি অগ্নিনির্বাপকবৃন্দের ত্যাগের প্রশংসা করে বলেন, “মানুষের জীবন ও সম্পদ রক্ষায় তাদের পেশা অত্যন্ত সম্মানজনক। যদি মানুষ যুদ্ধ ও বিনাশের বদলে পরস্পরের জীবন রক্ষায় মনোনিবেশ করত, পৃথিবী আরও সুন্দর হতো।”

গাজায় চলমান সহিংসতা প্রসঙ্গে পশ্চিমা দেশগুলোর দ্বৈত মান নিয়ে সমালোচনা করে পেজেশকিয়ান বলেন, “৬৫ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে বলে রিপোর্ট করা হচ্ছে, তবু নিরাপত্তা পরিষদে কার্যকর পদক্ষেপ নেই—এতে দ্বৈত মান স্পষ্ট। তাদের সমালোচনার মুখে আমরা কখনও মাথা নত করব না।”

তিনি দেশীয় সক্ষমতার ওপর জোর দিয়ে বলেন, “আমরা যদি নিজেদের ওপর ভর করি—বিজ্ঞানী, মেধাবী ও উদ্যোক্তাদের কাজে লাগাই—তাহলে সমস্যা সমাধান সম্ভব। আমরা জনগণের সেবক; শাসক নই। দেশের মর্যাদা ও জনগণের কল্যাণ রক্ষায় আমরা সমস্ত শক্তি ব্যয় করব।”

পেজেশকিয়ান স্মরণ করান ১২ দিনের যুদ্ধকালে জনগণের ঐক্য—যা শত্রুদের ধারণা ভেঙে দিয়েছিল—এবং বলেন, “আমরা শত্রুদের কথায় ভয় পাই না এবং কখনোই ভয় পাব না।”

আরও পড়ুন 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button