ইরানে ৪১তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের সাথে ইসলামী বিপ্লবের মহান নেতার সাক্ষাৎ
বিশ্বের নির্যাতিত ও নিপীড়িত মানুষের অবিসংবাদিত মহান নেতার সাথে ৪১তম পবিত্র কুরআন বিষয়ক আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের সৌজন্য সাক্ষাৎ
সম্প্রতি অনুষ্ঠিত পবিত্র কুরআন-ই-কারীমের ৪১তম আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শ্রেষ্ঠ শিক্ষক-প্রশিক্ষক, ক্বারী ও হাফেযগণ গতকাল (রোববার) ইসলামী বিপ্লবের মহান নেতা হযরত আয়াতুল্লাহিল উযমা ইমাম সাইয়্যেদ আলী খামেনেয়ীর সাথে সাক্ষাৎ করেছেন।
ফার্স নিউজ এজেন্সীর পলিটিক্যাল ব্যুরোর প্রতিবেদন অনুযায়ী ইসলামী প্রজাতন্ত্র ইরানে অনুষ্ঠিত পবিত্র কুরআন বিষয়ক ৪১তম আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শ্রেষ্ঠ শিক্ষক-প্রশিক্ষক, ক্বারী ও হাফেযগণ গতকাল (রোববার) সকালে “ইমাম খোমেইনী হুসাইনিয়ায়” পবিত্র কুরআনের সাথে ঘনিষ্ঠ ও অন্তরঙ্গ হওয়ার অনুষ্ঠানে যোগদান করে ইসলামী বিপ্লবের মহান নেতার সাথে সাক্ষাৎ করেন। এ অনুষ্ঠান ইরান টেলিভিশনের কুরআন চ্যানেল থেকে সরাসরি সম্প্রচারিত হয়েছে।
ইমাম খোমেইনী হুসাইনিয়ায়তে প্রবেশকালে ইসলামী বিপ্লবের মহান নেতা
সুরা ফুসসিলাতের ৪১-৪৬ আয়াত এবং সূরা-ই আলাকের ১-৬ আয়াত পবিত্র কুরআন বিষয়ক ৪১তম আন্তর্জাতিক প্রতিযোগিতায় “ক্বিরাত-ই তাহকীক” বিষয়ক বিভাগের প্রথম স্থান অধিকারী সাইয়েদ মুহাম্মদ হুসাইনপূর তিলাওয়াত করছেন।
ইসলামী বিপ্লবের মহান নেতার উপস্থিতিতে মিসর থেকে আগত ওস্তাদ মুহাম্মদ আলী জাবীনের ইবতিহালখ্বানী ( ইবতিহালখ্বানী কান্না বিজড়িত কন্ঠে অথচ সুলোলিত ও মনোজ্ঞ সুরেলা সুমধুর কন্ঠে বাদ্যযন্ত্র বিহীন দোয়া পাঠ, প্রার্থনা ও ধর্মীয় ও মরমী সংগীত পরিবেশন)
মিডিয়া মিহির/মুহাম্মদ মুনীর হুসাইন খান