ইরানের রেভল্যুশনারি গার্ডের বিবৃতি: ইয়েমেন জায়নিস্টদের কঠোর জবাব দেবে
মুহাম্মাদ ফারুক হুসাইন | প্রকাশ ৩১ আগষ্ট ২০২৫

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি) এক বিবৃতিতে ইয়েমেনে জায়নিস্টদের অপরাধের নিন্দা জানিয়ে জোর দিয়ে বলেছে: অঞ্চলের ইসলামি প্রতিরোধ শক্তি জায়নিস্ট অপরাধীদের কঠোর ও অনুতাপজনক জবাব দেবে।
তাসনিম নিউজের প্রতিরক্ষা বিভাগের প্রতিবেদনে বলা হয়েছে, ইসলামি বিপ্লবী গার্ড কর্পস তাদের বিবৃতিতে ইয়েমেনের নিপীড়িত জনগণের বিরুদ্ধে জায়নিস্ট শাসনের ভয়াবহ ও আগ্রাসী অপরাধকে তীব্রভাবে নিন্দা জানিয়েছে, যা ইয়েমেনের পরিবর্তন ও পুনর্গঠন সরকারের প্রধানমন্ত্রী আহমেদ গালেব নাসের আল-রুহাভি এবং একদল মন্ত্রী ও তাঁর সহচরদের শাহাদাতের কারণ হয়েছে। আইআরজিসি এই পদক্ষেপকে রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ এবং মানবতার বিরুদ্ধে অপরাধের একটি স্পষ্ট উদাহরণ বলে আখ্যা দিয়েছে।
“বিবৃতির পাঠ্য নিম্নরূপ:”
বিসমিল্লাহির রাহমানির রাহিম
সাম্প্রতিক সময়ে ইয়েমেনের বীর ও প্রতিরোধী রাজধানী সানায় জায়নিস্টদের নিকৃষ্ট ও বর্ণবাদী শাসনের হামলা, যার ফলে “আহমাদ গালেব নাসের আল-রুহাভি”, পরিবর্তন ও পুনর্গঠন সরকারের প্রধানমন্ত্রী এবং একদল মন্ত্রী ও তাঁর সহচররা শাহাদাত বরণ করেছেন, মানবতার বিরুদ্ধে এক প্রকাশ্য যুদ্ধাপরাধ এবং রাষ্ট্রীয় সন্ত্রাসবাদের স্পষ্ট উদাহরণ। এই শয়তানি শাসনের নৃশংস ও অমানবিক স্বভাব আবারও প্রকাশ পেল, যা সর্বাগ্রে সেই ভুয়া জায়নিস্ট রাষ্ট্রের সমর্থক এবং বিশেষত গাজায় জায়নিস্ট অপরাধের সামনে নীরব দর্শকের ভূমিকায় থাকা লোকদের উদ্দেশ্য করে।
জায়নিস্টরা এবং তাদের সহযোগীরা যা মনে করছে, তার বিপরীতে এইসব অপরাধ কখনও ইয়েমেনি জনগণের জিহাদি মনোবল ও বিপ্লবী দৃঢ় সংকল্পকে দুর্বল করবে না; বরং এই নৃশংসতায় শাহাদাতপ্রাপ্ত শহীদদের পবিত্র রক্ত এবং ইসলামী প্রতিরোধের অন্যান্য বীর শহীদদের ত্যাগ অঞ্চলটিতে পবিত্র ক্রোধ, দাসত্ববিরোধী ও জায়নিস্টবিরোধী জাগরণকে আরও তীব্র করবে এবং তার ভৌগোলিক বিস্তারও বাড়াবে।
এই দুঃখজনক অপরাধ আবারও জায়নিস্ট অপরাধীদের কালো মুখোশ সরিয়ে দিল এবং দখলদার কুদস শাসকদের অমানবিক ও সম্প্রসারণবাদী চরিত্রকে আরও স্পষ্ট করে তুলল। তারা আমেরিকার সর্বাত্মক ও নিঃশর্ত সমর্থন এবং আন্তর্জাতিক সংগঠনগুলোর নীরবতার ওপর নির্ভর করে অঞ্চলজুড়ে দখল, হত্যা ও গণহত্যা চালিয়ে যাচ্ছে, যা আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তাকে গুরুতর হুমকির মুখে ফেলেছে।
ইসলামি বিপ্লবী গার্ড কর্পস জোর দিয়ে বলছে যে, আঞ্চলিক ইসলামি প্রতিরোধ, বিশেষত ইয়েমেনের প্রতিরোধী জনগণ, ঈমান, দৃঢ়সংকল্প এবং বিশ্বের স্বাধীনচেতা জাতিগুলোর সমর্থনের ওপর ভর করে জায়নিস্ট অপরাধীদের কঠোর ও অনুতাপজনক জবাব দেবে। আইআরজিসি সব ইসলামি সরকার, আন্তর্জাতিক প্রতিষ্ঠান ও মানবাধিকার সংস্থাগুলোর প্রতি আহ্বান জানাচ্ছে, তারা যেন সাহস ও কৌশলগত স্পষ্টতার সঙ্গে জায়নিস্ট শাসনের অপরাধ এবং এর মূল সমর্থক সন্ত্রাসী মার্কিন সরকারের বিরুদ্ধে নীরবতা ও নিষ্ক্রিয়তার অবসান ঘটায়। একই সঙ্গে দৃঢ় অবস্থান ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করে এইসব অপরাধের মোকাবেলা করে এবং ইয়েমেনের বীর ও গাজার নিপীড়িত জনগণের পাশে দাঁড়িয়ে জায়নিস্ট শাসনের অপরাধ ও আগ্রাসন বন্ধে কার্যকর ভূমিকা রাখে।
শেষে, ইয়েমেনি প্রতিরোধের বীর শহীদদের শাহাদাত উপলক্ষে এই দেশের মহান, প্রতিরোধী ও শক্তিশালী জনগণ এবং তাঁদের নেতাকে অভিনন্দন ও সমবেদনা জানিয়ে, সাম্প্রতিক অমানবিক অপরাধে শাহাদাত বরণকারীদের মহৎ আদর্শের প্রতি পুনঃঅঙ্গীকার করছি। আমরা দৃঢ় কণ্ঠে ঘোষণা করছি যে, আমরা অঞ্চলের নিপীড়িত জাতিগুলোর পাশে, বিশেষত ইতিহাস সৃষ্টিকারী ফিলিস্তিন ও ইয়েমেনি জনগণের পাশে আছি এবং দখলদার শাসন ও তার সমর্থকদের বিরুদ্ধে লড়াইয়ে কোনরূপ প্রচেষ্টা থেকে বিরত থাকব না। প্রতিরোধ চলবে, আর শেষ পর্যন্ত বিজয় হবে ন্যায়ের ও সত্য-অনুসন্ধানী, অবিচার-বিরোধী জাতিগুলোর।