ইরানের উচিত NPT থেকে বেরিয়ে এসে পারমাণবিক বোমার পরীক্ষা শুরু করা: সংসদ সদস্য
রাসেল আহমেদ | প্রকাশ: ২০ সেপ্টেম্বর, ২০২৫

মিডিয়া মিহির: ইরানের সংসদের (মজলিস-ই-শূরা) সভাপতিমণ্ডলীর সদস্য আহমেদ নাদেরি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ প্রকাশিত এক বিবৃতিতে বলেছেন, “আমি বহুবার বলেছি এবং আজ আরও স্পষ্টভাবে পুনরাবৃত্তি করছি— ইরানের ভৌগোলিক অখণ্ডতা ও জাতীয় নিরাপত্তা রক্ষার একমাত্র কার্যকর উপায় হলো পারমাণবিক অস্ত্র অর্জন।”
তিনি আরও লিখেছেন, “স্থায়ীভাবে নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রস্তাব গৃহীত না হলে ‘মেকানিজম মাশে’ (snapback) সক্রিয় হবে এবং ইরান পুনরায় জাতিসংঘের নিষেধাজ্ঞার মুখে পড়বে।”
তিনি যোগ করেন, “এই পরিস্থিতিতে ইরানের জন্য একমাত্র যৌক্তিক পদক্ষেপ হলো NPT (পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি) থেকে বেরিয়ে আসা, পারমাণবিক অস্পষ্টতার নীতি গ্রহণ করা এবং শেষ পর্যন্ত পারমাণবিক বোমার পরীক্ষা চালানো।”

তিনি আরও বলেন, “অভিজ্ঞতা প্রমাণ করেছে যে যেসব দেশ পারমাণবিক প্রতিরোধ ক্ষমতা অর্জন করতে ব্যর্থ হয়েছে, তারা শেষ পর্যন্ত আগ্রাসন বা শাসন পরিবর্তনের শিকার হয়েছে। ‘অস্পষ্টতা নীতি’ হয়ত আমাদেরকে একদিকে কার্যকর প্রতিরোধ ক্ষমতা তৈরি করতে এবং অন্যদিকে আন্তর্জাতিক চাপ কিছুটা নিয়ন্ত্রণ করতে সহায়তা করবে। কিন্তু সময় এসেছে প্রয়োজনীয় কঠিন সিদ্ধান্ত নেওয়ার।”