বিশ্ববিশেষ সংবাদসংবাদ বিশ্লেষণ

ইয়েমেনের সেনাবাহিনী: ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় দখলকৃত ফিলিস্তিনের অভ্যন্তরে আঘাত

ডক্টর মুহাম্মাদ ফারুক হুসাইন। প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৫

মিডিয়া মিহির: ইয়েমেনের সশস্ত্র বাহিনী ঘোষণা করেছে যে সুপারসনিক ক্লাস্টার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র “ফিলিস্তিন-২” ও দুইটি আক্রমণকারী ড্রোনের সাহায্যে দখলকৃত ইয়াফা ও দক্ষিণ দখলকৃত ফিলিস্তিনের উম্মু রাশরাশে সংবেদনশীল লক্ষ্যভিত্তিক হামলা চালানো হয়েছে; মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারিয়া জানিয়েছেন, ক্ষেপণাস্ত্রটি সরাসরি লক্ষ্যে আঘাত করে এবং আঘাতে লক্ষ লক্ষ বাসিন্দাকে আশ্রয়ে পালাতে বাধ্য করা হয়েছে।

ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র আরও জানান, আল্লাহর অনুগ্রহে অভিযানটি সফলতার সঙ্গে সম্পন্ন হয়েছে। ক্ষেপণাস্ত্রটি সরাসরি নির্ধারিত লক্ষ্যবস্তুতে আঘাত হানে, যার ফলে লক্ষ লক্ষ জায়নবাদী আতঙ্কে আশ্রয়কেন্দ্রের দিকে ছুটে যায়।

ঘোষণায় আরও বলা হয়, পৃথক আরেকটি অভিযানে ইয়েমেনি বাহিনী দুটি ড্রোন ব্যবহারের মাধ্যমে দখলদার জায়নবাদী শত্রুর দুইটি গুরুত্বপূর্ণ স্থাপনাকে লক্ষ্যবস্তু করে। এই হামলাগুলো দক্ষিণ দখলকৃত ফিলিস্তিনের «উম্মুর-রাশরাশ» (অধিকৃত ইলাত) এলাকায় সংঘটিত হয় এবং ড্রোনগুলো সফলভাবে নির্ধারিত লক্ষ্যে পৌঁছে আঘাত হানে।

ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারিয়া বলেন, আমাদের জাতির সামনে একমাত্র পথ হলো জায়নবাদী শত্রুর বিরুদ্ধে সরাসরি মোকাবিলা, অবিচল স্থিতি এবং ফিলিস্তিনি জনগণ ও তাদের প্রতিরোধের প্রতি সর্বাত্মক সমর্থন প্রদান।

ইয়েমেনের সশস্ত্র বাহিনী জোর দিয়ে জানায়, গাজায় আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত এবং অবরোধ প্রত্যাহার না করা পর্যন্ত তারা তাদের ধর্মীয়, নৈতিক ও মানবিক দায়িত্ব পালন অব্যাহত রাখবে।

আরও পড়ুন

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button