মিডিয়া মিহির: ইমাম রেজা (আ.)-এর পবিত্র দরবারে জিয়ারত ইসলামী আধ্যাত্মিকতার এক অনন্য অধ্যায়। তিনি নিজেই এক হাদিসে জানিয়েছেন তাঁর শাহাদাতের পরিণতি এবং তাঁকে জিয়ারতকারীদের জন্য প্রতিশ্রুত মহাপুরস্কারের কথা। এই বাণী শুধু তাঁর শাহাদাতের মর্মস্পর্শী সত্যই নয়, বরং জিয়ারতের অপরিসীম ফজিলতেরও দলিল।
قال الامام الرضا علیه السلام : ألا وإنّی لَمَقتولٌ بِالسَّمِّ ظُلماً، ومَدفونٌ فی مَوضِعِ غُربَةٍ، فَمَن شَدَّ رَحلَهُ إلی زِیارَتی استُجیبَ دُعاؤهُ وغُفِرَ لَهُ ذَنبُهُ.
বাংলা অনুবাদ: জেনে রাখো! আমি নিপীড়নের হাতে বিষপানে শাহাদাত বরণ করব, এবং এক বিদেশি মাটিতে সমাহিত হব। যে-ই আমার জিয়ারতের উদ্দেশ্যে সফরের জন্য প্রস্তুত হবে, তার প্রার্থনা কবুল হবে এবং তার গুনাহসমূহ ক্ষমা করে দেওয়া হবে।”
— আল-খিসাল, পৃষ্ঠা ১৪৪, হাদিস ১৬৭ ।



