বাংলাদেশ

ইজতেমায় ৭২ দেশের ২১৫০ জন বিদেশি মেহমান

গাজীপুরের টঙ্গীতে চলছে বিশ্ব ইজতেমার ৫৮তম আসরের প্রথম পর্ব। এবারের আসরে ৭২টি দেশের ২ হাজার ১৫০ জন বিদেশি মেহমান যোগ দিয়েছেন। মেহমানগণ নির্ধারিত খিত্তায় অবস্থান করে আলেমদের বয়ান শুনছেন।

এ বিষয়ে শুরায়ি নেজাম মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান বলেন, শুক্রবার সকাল পর্যন্ত বিশ্বের ৭২টি দেশের প্রায় ২ হাজার ১৫০জন মুসুল্লি ইজতেমার ময়দানে উপস্থিত হয়েছেন। এই সংখ্যা আরো বাড়বে বলে তিনি ধারণা করেন।

আজ শুক্রবার ফজরের নামাজের পর বয়ান করেছেন পাকিস্তানের মাওলানা জিয়া উল হক। এছাড়া সকাল ১০টায় খিত্তায় খিত্তায় তালিমের আমল হয়েছে। তালিমের আগে মোজাকেরা (আলোচনা) করেন ভারতের মাওলানা জামাল সাহেব। শিক্ষকদের বয়ানের মিম্বরে বয়ান করেন মাওলানা ফারাহিম, ছাত্রদের সঙ্গে নামাজের মিম্বারে বয়ান করবেন আলিগড়ের প্রফেসর আব্দুল মান্নান সাহেব, খাওয়াছদের (গুরুত্বপূর্ণ ব্যক্তিরা) মাঝে টিনশেড মসজিদে বয়ান করবেন ভারতের মাওলানা আকবর শরিফ সাহেব।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button