জীবনযাপনকুরআনধর্ম ও বিশ্বাসবিশেষ সংবাদবিশ্বহাদিস

যে তিনটি সম্প্রদায় আল্লাহর রহমত থেকে বঞ্চিত

ডক্টর মুহাম্মাদ ফারুক হুসাইন। প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৫

মিডিয়া মিহির:কিয়ামতের দিনে এমন তিন শ্রেণির মানুষ থাকবে, যাদের প্রতি আল্লাহ তাআলা কোনো দয়া-দৃষ্টি দেবেন না, তাঁদেরকে পবিত্রও করবেন না; বরং অপেক্ষা করবে যন্ত্রণাদায়ক শাস্তি। ইমাম জাফর সাদিক (আ.)-এর বাণীতে এই তিনজন হলেন—অসৎ ও বেহায়া পুরুষ, অশ্লীল ভাষায় অভ্যস্ত ব্যক্তি এবং প্রকৃতপক্ষে সচ্ছল হয়েও মানুষের কাছে ভিক্ষা চাওয়া ভণ্ড গরিব।

ইমাম জাফর সাদিক (আ.) বলেছেন:

তিন প্রকার মানুষ আছে, যাদের প্রতি আল্লাহ তাআলা কিয়ামতের দিনে করুণাময় দৃষ্টি দেবেন না, তাদেরকে পরিশুদ্ধও করবেন না, বরং তাদের জন্য থাকবে এক ভয়াবহ শাস্তি।

১. সেই পুরুষ, যার অন্তরে কোনো সম্মান ও ঈমানি অগ্রজতা নেই (অর্থাৎ যার মধ্যে পরিবার ও সমাজের প্রতি অমর্যাদাহীনতা ও বেহায়াপনার বিরুদ্ধে কোনো প্রতিরোধ নেই)।
২. সেই ব্যক্তি, যে অশ্লীল বাক্য বলে এবং অভ্যাসবশত অন্যকে গালি দেয়।
৩. আর সে মানুষ, যে প্রকৃতপক্ষে সম্পদশালী ও অভাবমুক্ত হয়েও মানুষের কাছে হাত পাতে ও ভিক্ষা করে।

 সূ্ত্র: বিহারুল আনওয়ার, পৃষ্ঠা ১১২।

আরও পড়ুন

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button