আমাদের সন্তানদের জ্ঞানার্জনের উদ্দেশ্য ও লক্ষ্য কী?
ডক্টর মুহাম্মাদ ফারুক হুসাইন। প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২৫
মিডিয়া মিহির: আয়াতুল্লাহ হায়েরি শিরাজী(রহ.)মনে করতেন যে দুনিয়া ও আখিরাত পরস্পর বিচ্ছিন্ন দুটি বাস্তবতা নয়; বরং দুনিয়াই আখিরাতের পথ। শিশুর নিয়ত ও উদ্দেশ্যই তার জীবনপথ নির্ধারণ করে। তাই সন্তানের শিক্ষা ও পড়াশোনার ক্ষেত্রে কেবল ফলাফল নয়, তার অন্তরের নিয়তকে সঠিকভাবে গঠন করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
আয়াতুল্লাহ হায়েরি শিরাজী জোর দিয়ে বলেছেন যে শিক্ষার্থীর মনে দুনিয়া ও আখিরাতকে পরস্পরবিরোধী হিসেবে তুলে ধরা উচিত নয়। বরং তাকে বোঝাতে হবে—প্রত্যেক মানুষের আখিরাতের পথ তার দুনিয়ার জীবনধারার মধ্য দিয়েই নির্মিত হয়।
শিশুকে অবশ্যই সচেতন করতে হবে যে দুনিয়া একটি অস্থায়ী পথ; এখান দিয়ে সবাইকে অতিক্রম করে যেতে হবে। মানুষ এখানে স্থায়ী নয়, সে একজন যাত্রী মাত্র।
আপনি যখন জানতে চান যে আপনার তত্ত্বাবধানে বেড়ে ওঠা ব্যক্তি নিজেকে যাত্রী মনে করে কি না, তখন তার নিয়ত সম্পর্কে প্রশ্ন করুন। তাকে জিজ্ঞেস করুন—সে কেন পড়াশোনা করছে?
উদাহরণস্বরূপ, যদি সে বলে যে বাবা-মাকে খুশি করার জন্য পড়াশোনা করছে, তাহলে তার এই কাজ দুনিয়াকেন্দ্রিক বলে বিবেচিত হবে।
উৎস: শিশুর ধর্মীয় চরিত্র গঠন, আয়াতুল্লাহ হায়েরি শিরাজী; পৃষ্ঠা ১১০–১১২।



