আমল রক্ষায় ইমাম খোমেনী (রহ.)’র নৈতিক বার্তা
রাসেল আহমেদ | প্রকাশ: ৪ঠা সেপ্টেম্বর, ২০২৫

মিডিয়া মিহির: মহান আল্লাহ তাআলা সকল সর্বজ্ঞানী। তিনি আমাদের আমল, ঈমান ও ইসলামের প্রকৃত রূপ সম্পর্কে সম্পূর্ণভাবে অবগত। ইমাম খোমেনী (রহ.) তাঁর অমূল্য গ্রন্থ “শরহে চল্লিশ হাদীস”–এ এ সত্যটি ব্যাখ্যা করে সতর্ক করেছেন যে, মানুষের চোখে আমাদের আমল যতই সুন্দর ও নিখুঁত মনে হোক না কেন, আল্লাহর দৃষ্টিতে তার অন্তর্নিহিত চেহারা অনেক সময় সম্পূর্ণ ভিন্ন হয়ে থাকে।
ইমাম খোমেনী (রহ.) স্পষ্ট ভাষায় বলেন, “আল্লাহ তাআলা গায়েবের প্রতি পূর্ণ দৃষ্টি রাখেন। তিনি জানেন আমাদের আমলের আসল চেহারা এবং আমাদের ঈমান ও ইসলামের প্রকৃত অবস্থা গায়েবের জগতে কেমন।
আমরা দুর্বল ও অজ্ঞ মানুষ, সত্যিকার বাস্তবতা না জানার কারণে আলেম থেকে জ্ঞান অর্জন করি এবং মনে করি আমরা তার ওপর অনুগ্রহ করেছি। আমরা আলেমের তাকলিদ করি, আবার ভেবে বসি যেন আমরা তার ওপর কৃতিত্ব দেখিয়েছি। জামাতে নামাজ পড়ি, আবার মনে করি ইমামে জামাতের ওপর আমরা উপকার করেছি।
অথচ প্রকৃতপক্ষে তারাই আমাদের প্রতি উপকার করেছেন, আমরা তা বুঝতে পারি না। বরং এই ভ্রান্ত কৃতিত্ববোধ আমাদের আমলকে উল্টে দেয় এবং তা সিজ্জীনে নিক্ষিপ্ত হয়ে ধ্বংস হয়ে যায়।”
ইমাম খোমেনী (রহ.)’র এই নৈতিক শিক্ষা আমাদের মনে করিয়ে দেয় যে, আমলের বাহ্যিক সৌন্দর্যের পেছনে লুকিয়ে থাকা অহংকার ও কৃতিত্বের ভ্রান্ত অনুভূতিই অনেক সময় আমলকে ধ্বংস করে ফেলে। আল্লাহর কাছে আমল গ্রহণযোগ্য হওয়ার জন্য প্রয়োজন আন্তরিকতা, বিনয় এবং কৃতজ্ঞতা।
আমাদের মনে রাখা উচিত—আলেম, মুজতাহিদ ও ইমাম জামাতই আমাদের উপকারক; আমরা তাদের উপকার করি না। তাদের দিকনির্দেশনা, ইলম ও ইবাদত ছাড়া আমরা অন্ধকারে হারিয়ে যেতাম।
সূত্র: শরহে চেহেল (চল্লিশ) হাদীস, পৃষ্ঠা ৮০