
আমরা তোমাদেরকে কখনো ভুলব না। امام مهدی علیهالسلام: إنّا غَيْرُ مُهْمِلينَ لِمُراعاتِكُمْ، وَ لا ناسِينَ لِذِكْرِكُمْ، وَلَوْلا ذلِك لَنَزَلَ بِكُمُ الْلأواءُ وَاصْطَلَمَكُمُ الأعْداءُ، فَاتَّقُوا اللّهَ جَلَّ جَلالُهُ.
🔸 ইমাম মাহদি (আ.) বলেছেন:“আমরা তোমাদের দেখাশোনায় অবহেলা করি না, এবং তোমাদের স্মরণ ভুলে যাই না। যদি এমন না হতো, তবে তোমাদের উপর দুর্দশা নেমে আসত এবং তোমাদের স্মরণ ভুলে যাই না।। অতএব, আল্লাহ্র (জাল্লা জালালুহু) ভয় করো।
বিহারুল আনওয়ার, খণ্ড ৫৩, পৃষ্ঠা ১৭