কোরআনের ওহী গ্রহণের নিয়ম ও জ্ঞানের বৃদ্ধির আবেদন
ডক্টর মুহাম্মাদ ফারুক হুসাইন | প্রকাশ: ৪ সেপ্টেম্বর ২০২৫

কোরআনের ওহী গ্রহণের নিয়ম ও জ্ঞানের বৃদ্ধির আবেদন
আল্লাহ রাব্বুল আলামীন বলেন: فَتَعَالَی اللَّـهُ الْمَلِکُ الْحَقُّ ۗ وَلَا تَعْجَلْ بِالْقُرْ آنِ مِن قَبْلِ أَن یُقْضَیٰ إِلَیْکَ وَحْیُهُ ۖ وَقُل رَّ بِّ زِدْنِی عِلْمًا
বাংলা অনুবাদ:“সুতরাং উচ্চ মর্যাদাপূর্ণ আল্লাহ, সত্যপরায়ণ শাসক; এবং কোরআন পাঠের ক্ষেত্রে, যতক্ষণ না তোমার কাছে তার ওহী (প্রকাশ) সম্পূর্ণ হয়েছে, ততক্ষণ তাড়াহুড়া করো না, এবং বলো: ‘হে আমার পালনকর্তা, আমার জ্ঞানে বৃদ্ধি কর।’”
ব্যাখ্যা:তাফসীরে উল্লেখ আছে যে, যখন জিব্রাইল (আ.) কোরআন প্রেরণ করতেন, রাসূলুল্লাহ্ (সা.) ভয় পেতেন যে তিনি হয়তো কিছু ভুলে যেতে পারেন। তিনি কোরআন শিখতে ও মানুষের জন্য তা সংরক্ষণ করতে এতই আগ্রহী ছিলেন যে, অনেক সময় তিনি জিব্রাইলকে পুরোপুরি শেষ করার সুযোগ না দিয়ে, সঙ্গে সঙ্গেই মানুষদের জন্য তা বর্ণনা করতে শুরু করতেন।
এই কারণে আল্লাহ তাঁর এ আয়াতে নবীকে নির্দেশ দিচ্ছেন যে, প্রথমে ওহী পুরোপুরি শেষ হোক, তারপর তা মানুষদের কাছে পৌঁছে দাও।
সূত্র: তাফসীর নমুনা, খণ্ড ১৩, পৃষ্ঠা ৩১২; মঘনিয়া আল–কাশিফ, খণ্ড ৫, পৃষ্ঠা ২৪৮।